রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে করোনা শনাক্ত এক নারীর
রাঙ্গুনিয়াতে করোনা শনাক্ত এক নারীর
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম করোনায় আক্রান্ত হয়েছে এক নারী৷ করোনা সনাক্ত হওয়া এই নারী (৪৫) বাড়ি ইছাখালী জলদাস পাড়ায়। তিনি উপজেলা ভূমি অফিসে কর্মরত এক সরকারি কর্মকর্তার বাসায় আয়া হিসেবে কাজ করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব পালিত বলেন, তিনি বর্তমানে ওই বাসায় আছেন এবং বাসা থেকে চিকিৎসা নেবেন। রাঙ্গুনিয়ায় গত ২৬ তারিখ এই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। ৬দিন পর শনিবার গতকাল (২মে) চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।তবে তার কোন লক্ষণ নেই। হয়তো অন্য কারো সংস্পর্শে তার করোনাভাইরাস সংক্রামিত হতে পারে। বর্তমানে তিনি সরকারি একটি দপ্তরের কোয়ার্টারে আছেন। আপাতত ওই কোয়ার্টারে আইসোলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে তার নমুনা আবারও পরীক্ষার জন্য পাঠানো হবে।তিনি আরো বলেন, রাঙ্গুনিয়ায় এই পর্যন্ত ৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩৫ জনের ফলাফলে একজন আক্রান্ত পাওয়া গেছে। বাকীদের ফলাফলও দুয়েকদিনের মধ্যে জানা যাবে।
রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানায়, নিয়ম অনুযায়ী ওই বাসা লকডাউন করা হবে। এদিকে ওই নারীর করোনা আক্রান্তের বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. রাজিব পালিত বলেন, যেহেতু লক্ষণ ছাড়াই আক্রান্ত। তাই আরো বেশি ঝুঁকি। তবে এখনও জানা যায়নি কার সংস্পর্শে এসে সে আক্রান্ত হয়েছে।তার সংস্পর্শে অন্যরাও এলে তারাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটি ছোঁয়াছে রোগ। তাই সকলকে বাসায় থেকে করোনা মোকাবেলা করতে হবে ৷ যদিও বা জরুরী কাজে ঘর থেকে বের হলে অবশ্যয় মুখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লাপস দিয়ে বের হবেন, সেখান থেকে ফিরে ভালো করে সাবান দিয়ে হাত না ধুয়ে নাক-মুখে হাত দিবেন না।কোন জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হয়ে অহেতুক বাহিরে ঘুরাঘুরি না করার জন্য অনুরোধ জানান তিনি।