রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা : আহত-৫
রাউজানে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা : আহত-৫
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় শিশুসহ ৫জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৫টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের গশ্চি নয়াহাট আশরাফ আলী মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন : গশ্চি নয়াহাট আশরাফ আলী মিস্ত্রি বাড়ির মৃত বাচা মিয়ার ছেলে ভ্যান চালক রমজান আলী ও তার স্ত্রী রিজু আকতার (২৬), বাচা মিয়ার মেয়ে মনজুরা বেগম, তার শিশুকন্যা ইসমা, মৃত মহরম মিয়ার স্ত্রী কুলচুমা খাতুন।
এ ঘটনায় ভ্যান চালক রমজান আলী বাদী হয়ে রাউজান থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয় শনিবার বিকেল ৫টায় তাদের প্রতিবেশীর সাথে বসতভিটে সংক্রান্ত বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আলী হোসেনের ছেলে নাছের প্রকাশ বাহাদুর, তার ভাই মো. ইলিয়াছ ও মো. ফারুক মনজুরা আকতারকে কিরিচ দিয়ে কুপিয়ে পায়ে জখম ও পেটে লাথি মারে। একই সাথে তার শিশুকেও ইটদিয়ে আঘাত করা হয়। এরপর রিজু আকতারকে ইটদিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রিজু আকতারের চিৎকারে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে কুলসুমা খাতুন নামে এক বৃদ্ধাকে আঘাত করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন। ঘটনার পরদিন আহত রমজান আলী বাদি হয়ে থানায় অভিযোগ দেন। এ ঘটনায় ন্যায় বিচার দাবি আহত রিজু আকতার, মনজুরা বেগম ও বৃদ্ধা কুলসুমা আকতারের।
এবিষয়ে রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, পাহাড়তলী ইউনিয়নের ৫জন আহত হওয়ার ঘটনায় রমজান আলী নামে একজন অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাউজানে মাদ্রাসায় প্রধানমন্ত্রী প্রদত্ত চেক হস্তান্তর
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ৩২টি কাওমি মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে। উপজেলায় প্রায় ৩২ টি কাওমি মাদ্রাসায় ৬ হাজার ৭’শ ৬৯ জন এতিম শিক্ষার্থীর মাঝে এ বরাদ্দ হওয়া টাকা গুলো চেক আজ ৩ মে রবিবার সকালে প্রদান করা হয়। রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ প্রধানমন্ত্রীর দেয়া এ টাকার চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, রাউজান থানার ওসি কেপায়েক উল্লাহ্, পৌরসভার প্যানল মেয়র জমির উদ্দিন পারভেজ ও উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ প্রমুখ।
দুবাইতে রাউজানের রেমিট্যান্স যুদ্ধার মৃত্যু
রাউজান:: সংযুক্ত আরব আমিরাতে আলহাজ্ব মোহাম্মদ শেখ মফিজ উদ্দিন নামে এক প্রবাসী রেমিট্যান্স যুন্ধা স্ট্রোক করে মৃত্যু হয়েছে। সে রাউজান উপজেলার মোহাম্মদপুর এলাকার শেখ ওমর বাড়ী প্রবাসী। গতকাল ২ মে শনিবার দুবাইতে স্থানীয় সময় নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে স্ট্রোক করে তিনি মারা যায়। তিনি দীর্ঘ দিন জীবন-জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে পারিজমান। সেখানে তাঁর নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে মৃত্যু হয় বলে তার আত্মীয়রা বিষয়টি নিশ্চিত করেন।