রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাট-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
বাগেরহাট-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় সুনীল শীল (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে বাগেরহাট -খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকার শানু মিয়ার বাড়ির সামনে একটি পিকআপ সুনীলকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সুনীল শীল ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের মৃত শশী ভূষনের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, খুলণা-বাগেরহাট মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাগেরহাটের দিকে নিজ বাড়িতে যাচ্ছিলেন সুনীল শীল। এর মধ্যে লখপুর নামক স্থানে পৌছালে অজ্ঞাত একটি মোটরযান সুনীল শীলের বাইসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সুনীল শীল মারা যায়। আমরা সুনীলের মরদেহ উদ্ধার করেছি। ধাক্কা দেওয়া মোটরযানকে শনাক্ত করার চেষ্টা করছি।
ইমাম মুয়াজ্জিনদের পরিবারের পাশে যুবলীগ নেতা পলাশ
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটাপন্ন কর্মহীন ঘরে থাকা ৩০জন ইমাম ও মুয়াজ্জিনদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন যুবলীগ নেতা এ্যাড. তাজিনুর রহমান পলাশ। আজ রবিবার জোহর নামাজ বাদ কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলার ১৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ তুলে দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।
এ সময় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগ নেতা আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।