রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনায় নতুন করে শনাক্ত ডাক্তার-পুলিশসহ ৪ জন
গাইবান্ধায় করোনায় নতুন করে শনাক্ত ডাক্তার-পুলিশসহ ৪ জন
সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় আজ রবিবার করোনা ভাইরাসে নতুন করে এক ডাক্তার ও এক পুলিশের এসআইসহ চারজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ জন। এরমধ্যে একজন মারা গেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ২১ জন গাইবান্ধা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে।
আক্রান্ত চিকিৎসক বিশ্বেস্বর চন্দ্র সরকার গাইবান্ধা সদর হাসপাতালে কর্মরত ও তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামে। আক্রান্ত পুলিশের এসআই গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ও তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরে বসবাস করেন। এছাড়া গোবিন্দগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার মাসুদার রহমান আকন্দের ৯ বছরের ছেলে মিরকাত হোসাইন। অন্য একজনের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়।
জেলায় গত ২৪ ঘন্টায় ৮৪৮ জন চিকিৎসাধীন রোগী
হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২০, গোব্দিন্দগঞ্জে ১৭৪, সদরে ১১৬, ফুলছড়িতে ১৭৮, সাঘাটায় ২০৩, পলাশবাড়িতে ২৭, সাদুল্যাপুর
উপজেলায় ১৩০ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।
গাইবান্ধায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের খাদ্য সহায়তায়
গাইবান্ধা :: গাইবান্ধায় এসকে এস ফাউন্ডেশনের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও অসহায় দরিদ্র মানুষরে মাঝে খাদ্য সহায়তা দিয়েছে এসকেএস ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন।
আজ রবিবার ৩ মে দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল জনগোষ্ঠী ও সাঘাটা উপজেলার অসহায় দরিদ্র সাত শতাধিক পরিবারের মাঝে, সামাজিক দুরত্ব বজায় রেখে পুরো একমাসের চাল, ডাল, তেল, আলু লবন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এসকেএস ফাউন্ডেশনের সহকারি পরিচালক এন্ড ডেভলপমেন্ট প্রগ্রামার খন্দকার জাহিদ সরকার, সমন্বয়ক এ্যাডমিন মো. আবু সোহেল, সমন্বয়কারী পাবলিক রিলেশন আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।