সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » বগুড়া » গাবতলী থানায় ওসি নুরুজ্জামানের যোগদান
গাবতলী থানায় ওসি নুরুজ্জামানের যোগদান
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলী মডেল থানায় নবাগত ওসি হিসাবে মো. নুরুজ্জামান গতকাল রবিবার যোগদান করেছেন।
এর আগে তিনি বগুড়া এসপি অফিসে ইন্সপেক্টর (ক্রাইম) এবং গাবতলী মডেল থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। ওসি নুরুজ্জামান ২০০৩ সালে সরাসরি এসআই পদে কাজে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০১৫ সালে পাবনা কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালে ওসি (তদন্ত) হিসেবে পাবনা চাট মোহর থানায় দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০১৬ সালে ওসি (তদন্ত) হিসেবে গাবতলী মডেল থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারী নিদের্শনা বাস্তবায়ন করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের সঙ্গে জনসংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সেই সাথে মাদক ও জুয়া বিরুদ্ধে কঠোরভাবে কাজ করবো। সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চান তিনি। ওসি নুরুজ্জামান চাঁপাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা ছত্রাজিৎপুর ইউনিয়ন মহোদিপুর গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
উল্ল্যেখ, গত ২৯ এপ্রিল পুলিশ হেডকোয়াটার্স থেকে গাবতলী মডেল থানা ওসি সাবের রেজা আহম্মেদ’কে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি ও বান্দরবন পুলিশ ট্রেনিং সেন্টারে বদলী করলে ওসি পদটি শূন্য হয়।