সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনছার ও ভিডিপি অফিসের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দুস্থ আনছার ভিডিপি সদস্য/ সদস্যার মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে শারীরিক দুরুত্ব বজায় রেখে তিনশত আনছার ও ভিডিপি সদস্যের মাঝে চাল, ডাল, আলু , তেল, পেঁয়াজ,সাবান ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, আনছার- ভিডিপি অফিসার আমিনুল হক উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন বাহিনী স্বস্ব উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেহেতু করোনা সংকট শিথিল না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছেন না। তাই সরকারকে এ দুর্যোগ মোকাবেলায় সমাজে বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান তিনি।
আত্রাইয়ে যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলার যুবলীগের উদ্যোগে দুই শত অসহায় পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
আত্রাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. রাফিউল ইসলাম রাফি’র অর্থায়নে স্টেশন ও পার্শবতী এলাকার প্রায় ২০০জন অসহায় পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিরতণ করা হয়।
আত্রাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. রাফিউল ইসলাম রাফি, জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও জননেতা ইসরাফিল আলম এর নির্দেশে করোনা মোকাবেলায় আত্রাই উপজেলা যুবলীগ মানবতার পাশে আছে, ভবিষ্যতেও থাকবে, আমাদের এ সহায়তা প্রদান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম, ভোপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল উদ্দিন টুকু, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এনামুল হক চঞ্চল ও ছায়াপথ শিশু বিদ্যানিকেতন এর উদ্যোক্তা আমানুল্লাহ ফারুক বাচ্চুসহ অনেকে।
আত্রাইয়ে ৩৩/১১ কে.ভি বিদ্যুতের সাব-স্টেশন উদ্বোধন
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়ায় নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির নিজেস্ব অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৩/১১ কে.ভি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি ১এর জোনাল অফিসের ব্যবস্থাপনায় ৩৩/১১এর সাব-স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী মোঃ তহিজ্জুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই জোনাল অফিসের ডিজিএম মোঃ আসাদুজ্জামান খান, ডিজিএম (কারিগরি) কামরুজ্জামান, এজিএম ফিরোজ জামান, মকলেছুর রহমান, শাহারিয়যার বাপ্পি, সহকারী প্রকৌশলী সবুজ আলী, জুনিয়র প্রকৌশলী আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমানসহ অন্যান্যে কর্মকর্তা ও কর্মচারীরা।