শিরোনাম:
●   খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ●   মাটিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত ●   অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু ●   ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক ●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ●   ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫ ●   বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ●   রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ ●   ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ৪৭ সদস্যের কেন্দ্রীয় সংগ্রাম কমিটি গঠিত ●   নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস ●   মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা, দিশেহারা প্রবাসী পরিবার
রাঙামাটি, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে মটরের পানিতে ডুবে পাকা ধানের ব্যাপক ক্ষতি
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে মটরের পানিতে ডুবে পাকা ধানের ব্যাপক ক্ষতি
সোমবার ● ৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে মটরের পানিতে ডুবে পাকা ধানের ব্যাপক ক্ষতি

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইদহ সদরের আশাননগর গ্রামের মাঠে ধানী জমি কেটে লাখ লাখ টাকার মাটি ভাটায় বিক্রি করে পুকুর কেটেছে ঐ এলাকার দু’জন প্রভাবশালী মালিক। পুকুর কাটতে এলাকার কিছু কৃষক জমি দিতে না চাইলেও সেন্টিগেট পূর্বক তাদেরকে এক প্রকারে বাধ্য করে পুকুর কেটেছে সদর উপজেলার আশাননগর গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে তৈয়ব আলী ও পাশের চুয়াডাঙ্গা সদরের জীবনা গ্রামের মৃত সোমা মন্ডরের ছেলে আইনাল বিশ্বাস। সেই পুকুর ও মটরের পানিতে ডুবে ব্যাপক ক্ষতি হচ্ছে আশাননগরের মাঠের প্রায় ৫০ বিঘা জমির ধান। জমির পাকা ধানের ব্যাপক ভাবে ক্ষতি হওয়ায় থামছে না আশাননগর গ্রামের কৃষকদের কান্না!

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী ভয়াবহ করোনা ভাইরাসের ছোবলে দেশে ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী ঘাটতি হবে ভেবে দেশের আওয়ামিলীগ কর্মিদের কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। এসব সরকারি নির্দেশনাকে পায়ে মাড়িয়ে ধানী জমি গিলে খাওয়া পুকুর ব্যাবসায়ী তৈয়ব আলী ও আইনালের পুকুর ও মটরের পানিতে ডুবে শেষ হচ্ছে মাঠের ধান। ভয়াবহ করোনা ভাইরাসে ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী ঘাটতি হওয়ার পরেও কোন প্রকার ব্যাবস্থা নিচ্ছে না তৈয়ব আলী ও আইনাল। আশাননগর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষদের মধ্যে মুরাদ, সহিদুল, লতিফ, রহম, আবুছদ্দি ও নয়ন সাংবাদিকদের মাধ্যমে তাদের প্রায় ৫০ বিঘা জমির ক্ষতিপূরনের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের নিকট।

এবিষয়ে সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন ঘটনা স্বীকার করে সাংবাদিকদের বলেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ভয়াবহ করোনা ভাইরাসের আক্রমনে দেশে ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী ঘাটতি হবে ভেবে দেশের আওয়ামিলীগ কর্মিদের কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে সরকারি নির্দেশনাকে পায়ে মাড়িয়ে তৈয়ব আর আইনালের পুকুর ও মটরের পানিতে ডুবে ৫০ বিঘা জমির পাকা ধানের যে ক্ষতি হয়েছে, কৃষকদের সেই পূরনের দাবি করছি এদিকে অভিযুক্ত তৈয়ব আলী ও আইনাল ঘটনা সম্পুর্ন অস্বীকার করে বলেন, আমার মটরের পানি দিয়ে তাদের ধান চাষ করেছে, চুক্তি অনুযায়ি এখন মটরের বিল না দিয়ে উল্টো আমার নামে অভিযোগ করছে। ৫০ বিঘা জমির পাকা ধানের ক্ষতির বিষয়টি তদন্ত করতে উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব বদরুদ্দোজা শুভ ৫মে মঙ্গলবার তিন জনকে পাঠিয়ে তদন্ত পূর্বক ব্যাবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানান।

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রোববার রাতে ফুলছদ্দিন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি উপজেলার রঘুনাথপুর গ্রামের শরাফত আলীর ছেলে। ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। মামলায় ওই স্কুল ছাত্রীর বাবা জানান, গত ২০ এপ্রিল দুপুরে তার মেয়ে পাড়ায় দুধ আনতে যাওয়ার পথে ওই গ্রামের বুমারখালের ধারে পৌছলে আসামি তাকে ধরে খালের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি লোক-লজ্জার ভয়ে তার মেয়ে পরিবারের কাউকে জানায়নি। আমি এলাকার মানুষের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ওই আসামীর সাথে কথা বললে সে কাউকে না বলার জন্য আমাকে হুমকী দেয়। আসামি এলাকার প্রভাবশালী হওয়ায় তারা বিষয়টি মিমাংশার জন্য আমাকে নানাভাবে চাপসৃষ্টি করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেছেন। দ্রুত আসামীকে গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ত্রাণের অনিয়ম নিয়ে ফেসবুকে পোস্ট
ঝিনাইদহ :: করোনা সংকটে গরীব অসহায় মানুষের মাঝে সরকার বিভিন্ন ভাবে ত্রাণ সহযোগিতার জন্য কার্ডের ব্যবস্থা করেছেন। এসব কার্ডের তালিকায় নিজের এলাকার প্রকৃত অসহায় ও দুস্থরা স্থান না পাওয়ায় ফেসবুকে একটা আক্ষেপের পোস্ট দেন শনিবার সকালে। স্ট্যাটাসটি দেওয়ার পরই সকাল সাড়ে ১১ টার দিকে নিজ দলের নেতাকর্মীদের মারপিটে জখম হন ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম। এ সময় তার ডান চোখের নিচে রক্ত জমে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কলেজপাড়া এলাকায়। আহত মিরাজুল ইসলাম কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক ও কলেজপাড়া গ্রাম কমিটির সভাপতি। মিরাজুল ইসলামের এক ছেলে আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের ফুটবল খেলোয়াড়। রোববার সকালে আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলামের সাথে কথা হয়। তিনি বলেন, কলেজপাড়া এলাকায় করোনা সংকটের মধ্যে ১০ টাকার কার্ড, ভিজিডি কার্ডের তালিকা তৈরি হয়। কিন্তু তালিকায় প্রকৃত অসহায় ও দুস্থরা স্থান পায়নি। তিনি এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। এরপর কলেজপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে একটি দোকনের সামনে সকাল সাড়ে ১১ টার দিকে ১০/১২ জন এসে হামলা করে। চড়-ঘুষি ও লাথিতে ডান চোখের নিচে রক্ত জমে যায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। আহত মিরাজুল ইসলাম জানান, তিনি মেইন বাসস্ট্যান্ড এলাকায় ফেরি করে বিভিন্ন সময় বিভিন্ন পন্য বিক্রি করেন। কিন্তু বাস বন্ধ থাকায় সেই ব্যবসা বন্ধ। তার স্ত্রী অগ্রনী ব্যাংকের পরিচ্ছন্নকর্মী। ৩ হাজার ৭’শ টাকা বেতন পান। এরমধ্যে মাজার হাড়ের সমস্যা। সেই চিকিৎসা ও ওষুধ কিনতে গেলে প্রায় সব টাকায় শেষ হয়ে যায়। কিছুদিন আগে বাকি করে চাল ও স্ত্রীর গয়না বন্ধক দিয়ে বাজার করে এনেছি। দীর্ঘ ৩৯ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি। এলাকার মানুষ আমাকে বঙ্গবন্ধুর পাগল বলে ডাকে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দেওয়া স্ট্যাটাসটি হুবহু উল্লেখ করা হলো- (জনপ্রতিনিধি, প্রশাসন মিডিয়া! চলে আসেন কলেজপাড়ায়। দিলিপ দাস এবং নীল রতন বিশ্বাস যদি সরকারী ত্রাণ সহায়তা পায়? তাহলে আমি সহ অনেক অসহায় পরিবার কেন সরকারী সহায়তা থেকে বঞ্চিত থেকে যাই)। মারপিটের শিকার হওয়ার পর তিনি জখম হওয়ার পর শনিবার বেলা ১২ টার দিকে তিনি অন্য একটি পোস্টে জখমের ছবিসহ লিখেন-(বিগত ৩৯ বছর এবং আগামী ৪ বছর আগামসহ মোট ৪৩ বছরের দলীয় অনুদান সরকারি সহায়তা সহ সব হিসাব আজ আমাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ কালীগঞ্জ পৌরসভার পৌর ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিরাজুল ইসলাম আরো জানান, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চান। যদি তিনি কোন অন্যায় করে থাকেন দল তাকে যে শাস্তি দিবেন তা তিনি মাথা পেতে নিবেন। হামলার ব্যাপারে অভিযুক্ত কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক দীনবন্ধু বিশ্বাস বলেন, মিরাজুল ইসলাম ২নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক। শুনেছি তালিকার ব্যাপারে শিক্ষক জগদীশ বিশ্বাসের সাথে কথা কাটাকাটি ও এ পর্যায়ে হাতাহাতি হয়েছে। এসব বিষয়ে শনিবার কালীগঞ্জ পৌরসভার মেয়র তাকে মিরাজুল ইসলামের সাথে কথা বলতে বলেন। কলেজপাড়ার একটি দোকানের ওখানে যাওয়ার আগেই তাকে মারধর করা হয়েছে। মারধরের সঙ্গে জড়িত কারা এ ব্যাপারে তিনি কিছু জানেন না। স্থানীয় এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিরাজুল ইসলাম খুবই নীরিহ একজন মানুষ। তাকে এভাবে মারধর করা উচিত হয়নি। এ ছাড়া মিরাজুল ইসলামের সাথে জগদীশ স্যারের কোন কথা কাটাকাটি বা মারধরের ঘটনা ঘটেনি। সকাল সাড়ে ১১ টার দিকে ১০/১২ জনের একটি দল এসে মিরাজুল ইসলামকে মারধর করে চলে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম বলেন, বিষয়টি তিনি ফেসবুক থেকে জেনেছেন। মিরাজুল ইসলাম নাকি তালিকার কাজ করা শিক্ষক জগদীশ বিশ্বাস মারধর করেছে। এরপর এলাকার ছেলে পেলে শিক্ষকের মারধর করার জন্য মিরাজুলকে চড়-থাবা দিয়েছে। এ বিষয়ে কেউ যদি বিচার চান, তাহলে বিষয়টি দেখা হবে।

কৃষকের জমির ধান কাটলো ছাত্রদলের নেতাকর্মীরা
ঝিনাইদহ :: ঝিনাইদহে মহেশপুর উপজেলাই শ্রমিক সংকট নিরসণে এক কৃষকের ৫০ শতকের জমির ধান কেটে দিয়েছে নেপা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের নেপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নেপা গ্রমের কৃষক নাসির উদ্দীনের ক্ষেতের ধান কেটে দেয় তারা। ধান কেটে জমিতে রেখেন আসেন। পরে শুকালে তা বেঁধে মাড়াই করে দেওয়া হবে বলে জানায় ছাত্রদলের নেপা ইউনিয়ন সভাপতি আহসান হাবীব। এতে অংশ নেয় নেপা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা,সহ- সভাপতি সহেল রান,সহ সাধারণ সম্পাদক সুজন মিয়া, সাইদুল ইসলাম আঙ্গুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান সাগর, ৪ নং ওয়ার্ড সভাপতি রাকিবুল ইসলাম রকি সাধরণ সম্পাদক রাকিব হাচান, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ৩ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আসমাউল হোসেন সাধারণ আশিকুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নেপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব বলেন আগামী রাষ্ট্রনায়ক ছাত্রদলের অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমেনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে নেপা ইউনিয়ন ছাত্রদলের সদস্যদের কে নিয়ে অসহায় দরিদ্র কৃষকদের বোরো ধান কর্তন এর কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন নেপা ইউনিয়নের যেকোন প্রান্ত থেকে কৃষক ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের ধান কেটে দেওয়ার চেষ্টা করবো।

জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় মা ও বোনকে রক্তাক্ত জখম
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরের নস্তি গ্রামে জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় মা ও বোনকে রক্তাক্ত জখম করেছে আপন ২ ভাই ও তাদের বউয়েরা। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করছে ভুক্তভুগিরা। এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, নস্তি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী স্বাধীনা বেগমের নামে স্বামীর দেওয়া ৬/৭ বিঘা জমি আছে। ঐ জমি তার ২ছেলে লাভলু ও মফিজুর প্রায়ই সময় রেজিষ্ট্রি করে ওদয়ার জন্য চাপ সৃষ্টি করে। উক্ত বিধবার স্বামী পরিত্যক্তা মেয়ে বিউটি খাতুন পলি তার বাড়িতেই থেকে দর্জি কাজ করে জীবিকা নির্বাহ করে। পলি তার মায়ের পক্ষ নেওয়ায় গত ১৭/৪/২০ইং তারিখে দুপুরে মা ও মেয়েকে ২ভাই ও তারে বউয়েরা মিলে লাঠি দিয়ে বে-ধড়ক মারপিট করে। এতে পলি খাতুনের বাম হাত ভেঙ্গে যায় সারা শরীর রক্তাক্ত জখম হয়। মা স্বাধীনা বেগমের মাথায় আঘাত করে। এ সময় ছোট ভাই বেলাল হোসেন ঠেকাতে আসলে তাকেও বে-ধড়ক মারপিট করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মহেশপুর হাসাপাতালে ভর্তি করে। স্বাধীনা বেগম তার ২ছেলের বিরুদ্ধে মহেশপুর থানায় অভিযোগ দিলেও কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হয়নি। অভিযোগ তদন্তকারি কর্মকর্তা এস.আই আল মাসুদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, স্থানীয় লোকজন মীমাংসার চেষ্টা করছে সে কারণে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ৪ঠা মে সোমবার পলি খাতুন হসপিটাল থেকে ফিরে এসে মহেশপুর থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। মহেশপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। মা মেয়ে উভয় সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

অসহায় মানুষের মাঝে জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবারসকালে শহরের আলহেরা একাডেমী মাঠে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে জেলা পুলিশ। গোয়েন্দা পুলিশের মাধ্যমে যারা ত্রান পাননি খোঁজ করে সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় শহরের বিভিন্ন এলাকার শতাধিক প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, তেল লবনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ
ঝিনাইদহ :: করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় ঝিনাইদহে এক গরীব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের পৌর ছোটভুটিয়ার গাতি গ্রামের কৃষক মিঠু কাজির ধান কেটে দেন তারা। সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সালের নেতৃত্বে প্রায় ২৫ জন নেতাকর্মী ধান কেটে জমিতে রেখেন আসেন। এসময় পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তা শুকালে বাড়িতে নিয়ে মাড়াইয়ের জন্য কৃষককের আর্থিক সহযোগিতাও করেন তারা। এতে খুশি হয়ে কৃষক মিঠু কাজী বলেন বলেন, আমি গরিব মানুষ কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। স্বেচ্ছাসেবক লীগ এসে আমার ধান কেটে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সাল বলেন, করোনায় ঝিনাইদহ জেলায় শ্রমিক সস্কট দেখা দেওয়ায় কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছে না। খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের একটি টিম গঠন করে। যেখানেই শ্রমিক সঙ্কট, সেখানেই নেতাকর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে। পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডে কৃষকদের ধান কেটে দেওয়া হবে বলেও জানান তিনি।

কালীগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রদল
ঝিনাইদহ :: করোনা সংকটে ধান কাটার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এতে বিপাকে পড়েছে অসহায় ও গরীব চাষীরা। সেই সকল অসহায় চাষীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকালে কাদা-পানিতে নেমে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে অসহায় কৃষক তোফাজ্জেল হোসেনের ধান কেটে বাড়ি পৌঁছে দিল উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় প্রায় ২০ জন ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাঁটা ও মাড়াইয়ের কাজে অংশ নেয়। এ সময় কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মারুফ বিল্লাহ বলেন, ছাত্রদলের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সার্বিক তত্ত্বাবধানে করোনা সংকটে আজ থেকে অসহায় ও গরীব চাষীদের ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দেওয়া কার্যক্রম হাতে নিয়েছে কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে গরীব ও অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতাদের ধান কাটার দৃশ্য দেশে ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু তাদের সঙ্গে ধানা কাটায় অংশ নেন। অসহায় কৃষকের ধান কাটায় অংশ নেয় সাবেক ছাত্রনেতা সোহেল রানা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মারুফ বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মৌসুম উদ্দিন শোভন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, ছাত্রনেতা আব্দুর রহিম কাকন, শাহাদাৎ হোসেন রিওন, চঞ্চল হোসেন, ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, পৌর ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, কলেজ ছাত্রদলের নেতা হারুন অর রশিদ রাজা, আলামিন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের হাসানুজ্জামান, রনি হোসেন, জুয়েল রানা, আকরাম হোসেন প্রমুখ।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারিদের ৬ মাস বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন

ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোডর্ (বিআরডিবি)এর পল্লী জীবিকায়ন কর্মসূচীর আওতায় কর্মচারিরা গত ৬ মাস যাবত বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষে বিআরডিবির আওতায় পল্লী দরিদ্র সমবায় প্রকল্প গ্রহন করা হয়। এ প্রকল্পের আওতায় ১৯৯৩ সালে মহেশপুরে প্রকল্পের প্রাতিষ্ঠানিক কাঠামো উপজেলা বিত্তহীন সমবায় সমিতি(ইউবিসিসিএ) গঠিত হয়। তখন হতেই ধারাবাহিকভাবে বর্তমানে বিআরডিবির পল্লী জীবিকায়ন কর্মসূচীর আওতায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু প্রকল্পের নীতিমালা অনুযায়ী বিআরডিবি বা সরকার কর্তৃক বেতন ভাতা বহন করা হচ্ছে না। বিতরনকৃত ঋণের সার্ভিস চার্জ হতে কর্মরত ১৩জন কর্মককর্তা-কর্মচারির বেতন ভাতা নির্বাহ করতে হচ্ছে। কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত ঋণ তহবিল অপ্রতুল হওয়ায় বেতন ভাতা বঞ্চিত হয়ে কর্মচারিবৃন্দ মানবেতর জীবন যাপন করছেন। এ কর্মসূচীর আওতায় মহেশপুর উপজেলায় বিত্তহীন সমবায় সমিতি ১১৬টি ও সদস্য ৩৮৮৯টি বিত্তহীন পরিবারকে সংগঠিত করে ১কোটি ৩০লক্ষ টাকা ঘূর্ণায়ামান ঋণ তহবিল ব্যবহার করে এ পর্যন্ত ঋণ বিতরণ করা হয়েছে ২৮কোটি ২৮লক্ষ টাকা। তাছাড়া এ পর্যন্ত ৮৫০জনকে বিভিন্ন পেশাভিত্তিক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এ ছাড়া সদস্যদের জমাকৃত নিজস্ব পূজির পরিমান ৩৮লক্ষ ৭৫হাজার টাকা। উক্ত সদস্যগণের আত্মকর্মসংস্থান ও জীবিকায়ন কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে মারাত্মকভাবে ব্যহত হওয়ায় ও বন্ধ থাকায় তারা অর্ধভুক্ত ও অভুক্ত অবস্থায় দিনাতিপাত করছেন। এ অবস্থায় তারা ঋণ কিস্তি পরিশোধের ক্ষমতাও হারিয়েছেন। এ প্রসঙ্গে মহেশপুর অফিসের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ মুসা জানান, করোনা ভাইরাস জনিত কারণে মার্চের ৩য় সপ্তাহ হতে ঋণ আদায় ও বিতরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে আয় না থাকায় কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা প্রাপ্তি সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। ক্যান্সার আক্রান্ত এ কর্মকর্তা আরো জানান, বেতন ভাতার এ অনিশ্চিত পরিস্থিতিতে তিনি তার চিকিৎসা ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া কন্যার ব্যয়ভার নিয়ে শঙ্কিত। এ দপ্তরে দুই যুগ ধরে কর্মরত মাঠ সংগঠক অসিমা বালা গাইন কান্না জড়িত কণ্ঠে বলেন যে, ৫মাস যাবৎ বেতন ভাতা বঞ্চিত হয়ে পরিবার সহ মানবেতর জীবন যাপন করছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পজীক জনবলের চাকুরি স্থায়ীকরণ সহ বেতন ভাতা নিশ্চিত করণের আবেদন জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)