সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে নকল ঘি ও ঔষধ ধংস : ভ্রাম্যমান আদালতের জরিমানা
রাউজানে নকল ঘি ও ঔষধ ধংস : ভ্রাম্যমান আদালতের জরিমানা
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের জব্দ করে পুড়িয়ে ফেলা হল নকল ঘি ও মেয়াদ উর্ত্তীণ ঔষধপত্র। আজ ৪ মে সোমবার দুপুরে উপজেলার গহিরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হলে এসব নকল ও মেয়াদ উর্ত্তীণ পণ্য গুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনটি মুদির দোকান ও দুইটি ঔষধের দোকান থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করে পুড়িয়ে ফেলা হয় নকল ঘি ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ। ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয় বলে তিনি জানান নির্বাহী অফিসার।
চুয়েট শিক্ষকবৃন্দের একদিনের বেতন যাচ্ছে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষকবৃন্দের একদিনের বেতন এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী এবং ক্যাম্পাসস্থ অসচ্ছল ব্যক্তি/পরিবারের কল্যাণে দান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে চলমান দুঃসহ পরিস্থিতিতে তাদের পাশে থাকার নিমিত্তে এই উদ্যোগ নিয়েছে চুয়েট শিক্ষক সমিতি (CUETTA)। সমিতির সাধারন সদস্যবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় এই মানবিক সহায়তা সংশ্লিষ্টদের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে তালিকা প্রণয়ণসহ অন্যান্য কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এদিকে এই মহতী উদ্যোগের জন্য চুয়েট শিক্ষক সমিতির সম্মানিত সকল সদস্যগণকে সাধুবাদ জানিয়েছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া এই পদক্ষেপের প্রতি একাত্মতা প্রকাশ করে এগিয়ে আসায় সমিতির সম্মানিত সকল সদস্যগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক ও সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী।
এখনো করোনাভাইরাস মুক্ত রয়েছে রাউজান
রাউজান :: চট্টগ্রামের বিভিন্ন উপজেলা যদিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এখনো করোনা আতঙ্কে মধ্যেও এখনো রাউজান উপজেলা এই ভাইরাস থেকে মুক্ত রয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা প্রশাসন ভাইরাস প্রতিরোধে সব ধরণের সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। শুরু থেকে বিদেশ ফেরত সবাইকে কোয়ারেন্টাইন রাখতে সক্ষম হয়েছে। প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি লোকসমাগম এড়াতে কাজ করছে পুলিশের ও সেনাবাহিনী। এছাড়া করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে চলছে সচেতনতা ও সর্তকতা মূলক নানা প্রচারণা। গত ২২ এপ্রিল রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর জন্য ২০ বেডের আইসোলেশন কর্ণার প্রস্তুত করা হয়। রাউজানে প্রথমে ধাপে ৬ জনের করোনা সন্দেহে নমুনা পরিক্ষা করা হলে সবার নেগেটিভ মিলে। পরে আরও ৮ জনকে পরিক্ষা করা হলে তাঁরাও করোনা কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত কোন করোনা রোগী পাওয়া না যাওয়াতে রাউজান উপজেলা করোনা মুক্ত বলা যেতে পারে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বলা হয়েছে যাদের সর্দি-কাশিতে আক্রান্ত ও অন্যান রোগে আক্রান্ত হয়েছে তাঁদের বেশি করে পরিক্ষা করে নিতে বলা হয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুল আলম দীন জানান, উপজেলায় এখন পযন্ত মোট ১৪ জনকে নমুনা পরিক্ষা করা হলে সবার মধ্যে করোনাভাইরাসের পাওয়া যায়নি সবার নেগেটিভ এসেছে। তিনি আরোও বলেন গত রবিবার পযন্ত ১৪ জনের রিপোর্ট মিলেছে। এছাড়া আর কয়েকটি
নমুনা সংগ্রহ করে কীট পরিক্ষার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে তা সোমবার রাতে ফলাফল নিশ্চিত করতে পারবেন বলে তিনি জানান। তবে তিনি নিশ্চিত করে বলেছেন রাউজান উপজেলা এখনো করোনাভাইরাস মুক্ত রয়েছে।