মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে মানুষের বাড়িবাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম
পাহাড়ে মানুষের বাড়িবাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি ::করোনা ভাইরাসের প্রভাবে পার্বত্য চট্টগ্রামের অন্যতম পর্যটন নগরী বান্দরবান জেলা শহরসহ বিভিন্ন এলাকায় লকডাউনে থাকা কর্মহীন অসহায় ও ঘরবন্দী মানুষের বাড়িবাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন “করোনা স্বেচ্ছাসেবক বান্দরবান” নামে একটি ফেসবুক প্লাটফর্ম। তারা করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনের শুরু থেকে এপর্যন্ত এই পরিবারের সদস্যদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৫ মে) বান্দরবানের পশ্চিম বালাঘাটা ১ নম্বর ওয়ার্ডে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা কর্মহীন ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
“করোনা স্বেচ্ছাসেবক বান্দরবান” এর সদস্যদের সূত্রে জানা যায়, করোনা করো ভাইরাসের প্রাদুর্ভাবে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষগুলোর খাদ্য সংকট নিরসনে “করোনা স্বেচ্ছাসেবক বান্দরবান” এই ফেসবুক প্ল্যাটফর্ম এর সদস্যদের নিজস্ব তহবিলসহ তাদের নিজ নিজ উদ্যোগে বিভিন্ন এলাকার বিত্তবানদের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করে মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষকের কাছ থেকে উচিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় শাক-সবজিসহ খাদ্য সামগ্রী ক্রয় করে শহরের বিভিন্ন এলাকয় লকডাউনে থাকা কর্মহীন অসহায় ও ঘরবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এইসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, আলু, শসা, সিম, মিষ্টি কুমড়াসহ রোগ প্রতিরোধের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা যুবলীগের নেতা মোঃ আজম, করোনা স্বেচ্ছাসেবক বান্দরবান” ফেসবুক প্লাটফর্ম এর উদ্যোক্তা এ্যাডভোকেট মো. ইকবাল করিম, শাহ মোহাম্মদ সাইফুল ইসলাম সনেট, মো. আমজাদ হোসেন, করোনা স্বেচ্ছাসেবক মো. আইয়ুব ও তারেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় “করোনা স্বেচ্ছাসেবক বান্দরবান” ফেসবুক প্লাটফর্ম এর অন্যতম উদ্যোক্তা এ্যাডভোকেট ইকবাল করিম জানিয়েছেন, আমরা নিজেদের উদ্যোগে এলাকার বিত্তবানদের কাছ থেকে কিছু সহযোগিতা কালেকশন করে বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকের কাছ থেকে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করে করোনা ভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন ঘরবন্দি ও অসহায়-দুস্থ মানুষদের বাড়িবাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমরা এ পর্যন্ত প্রায় ২ হাজার পরিবারকে এই সহযোগিতা দিয়েছি। আগামীতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।