মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় খাবারের সাথে কিশোরীদের ন্যাপকিন দিচ্ছে মানবতার বাজার
গাইবান্ধায় খাবারের সাথে কিশোরীদের ন্যাপকিন দিচ্ছে মানবতার বাজার
সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনায় তারুণ্যের উদ্যোগে গাইবান্ধায় চালু হয়েছে ব্যতিক্রমী মানবতার বাজার। একদল তরুণ যুবক গাইবান্ধা সদরের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ‘মানবতার বাজার’ চালু করেছে। গত শুক্রবার থেকে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত খোলা থাকছে এই বাজার।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মানবতার বাজার অন্য সব বাজারের থেকে আলাদা। খোলা আকাশের নিচে প্যাকেটে প্যাকেটে নির্দিষ্ট পরিমাণে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ডিম, টমেটোসহ বিভিন্ন পণ্য তুলে দেয়া হচ্ছে কর্মহীন মানুষের হাতে। মানবতার বাজার থেকে পণ্য নিতে কোন টাকা লাগেনা।
করোনা সংকটের এই সময় প্রতিদিন অর্থশতাধিক পরিবার এখান থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য নিতে পারে। এছাড়া গ্রামের কিশোরীদের মাঝে দেয়া হচ্ছে স্যানিটারী ন্যাপকিনও।
করোনায় তারুণ্যের সস্বেচ্ছােসবক চঞ্চল চক্রবর্ত্তী বলেন, গত ১ মে শুক্রবার থেকে করোনায় তারুণ্যের উদ্যোগে এ বাজার চালু করেছি। ‘একটা পরিবারে যা কিছু প্রয়োজন তার বেশিরভাগ পণ্যই আমরা এই বাজারে রেখেছি। চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ডিম, টমেটো, মিষ্টি কুমড়া, পাট শাক ইত্যাদি দেওয়া হয়েছে। প্রতিদিনই আরও নতুন নতুন পণ্য এই মানবতার বাজারে যুক্ত করা হচ্ছে।
করোনায় তারুন্যের স্বেচ্ছাসেবক হেদায়েতুল ইসলাম বাবু বলেন, সমাজের সামর্থবান মানুষের সহযোগিতা নিয়ে করোনায় তারুণ্য সাধারণ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে।