মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মুসাশি বাংলাদেশ জাপান লি: এর উদ্যোগে ত্রাণ বিতরণ
মুসাশি বাংলাদেশ জাপান লি: এর উদ্যোগে ত্রাণ বিতরণ
রাঙামাটি :: কভিড -১৯ এর কারণে সৃস্ট দূর্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের রাঙামাটির বালুখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় মুসাশি বাংলাদেশ জাপান লি: এর উদ্যোগে এবং সার্বিকভাবে সহযোগিতা করেছে বালুখালী ইউনিয়ন যুবলীগ। দেশের বর্তমান পরিস্থিতির ক্রান্তিলগ্নে এলাকার দরিদ্র অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৮০ পরিবারের মাঝে ত্রাণ- সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
আজ মঙ্গলবার ৫ মে সকালে বালুখালী ইউনিয়নের ইউপি কার্যালয়ের মুসাশি বাংলাদেশ জাপান লি: এর উদ্যোগে এবং সার্বিকভাবে সহযোগিতা করেছে বালুখালী ইউনিয়নে যুবলীগের সহ- সভাপতি অমর কুমার চাকমা। এই আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা থেকে মুসাশি বাংলাদেশ জাপান লি: এর ম্যানেজার অমর বিকাশ চাকমা। এসময় ৭নং, ৮ নং ও ৯ নং ওর্য়াডের ১৮০ টি পরিবারের মাঝে এ খাদ্য- সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, আলু ১ কেজি ৫০০ গ্রাম, লবন ১ কেজি, সিদোল (নাপ্পি) ৩৫০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, আধা লিটার তেল, বিস্কিুট ১ প্যাকেট ও ১ টি করে সাবান বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হৃদয় বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, ১২৯ নং কাইন্দ্যামূখ মৌজার হেডম্যান নবদ্বীপ চন্দ্র দেওয়ান, কার্বরিী অমূল্য ধন চাকমা , যুবলীগ নেতা মো: কামাল উদ্দিন ,সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য পলাশ চাকমা, সদর যুবলীগের যুগ্ন- সম্পাদক টিটু বিশ্বাস, সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, বন্দুক ভাঙ্গা ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক ত্রিতোষ চাকমা, বালুখালী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রিপন চাকমা ও স্বাস্থ্যকর্মী জলন্ত চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
খাদ্য-সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বর্তমান বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো থেকে শুরু করে গোটা বিশ্বের সব রাষ্ট্রগুলোই ব্যর্থ। এই মহামারি করোনা ভাইরাস থেকে আমাদের প্রিয় মাতৃভূমি ও রক্ষা পায়নি। আমরা আহবান জানাবো সচ্ছল বিত্তবানদের প্রতি আপনারা মানবিক দিক বিবেচনায় এসব দুর্গম পাহাড়ী এলাকার গরিব অসহায় মানুষদের প্রতি এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্য। সকলে ভাল থাকুন,সুস্থ থাকুন। ঘরে থাকুন,নিরাপদ থাকুন।