মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রবাসী তূর্ণ’র পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
ঈশ্বরগঞ্জে প্রবাসী তূর্ণ’র পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুদ হাসান তূর্ণ’র নিজস্ব অর্থায়নে পৌরসভা ও ১১টি ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিক, মেহনতি মানুষ ও অসহায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মাসুদ হাসান তূর্ণ’র পক্ষে তার বড় ভাই আব্দুল্লাহ আল মামুন কামাল আজ মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ মাঠে শারীরিক দুরত্ব বজায় রেখে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি আব্দুল্লাহ আল মামুন কামাল, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর যুবলীগ সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, এড. পলাশ গুণসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।
মাসুদ হাসান তূর্ণের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন কামাল বলেন, দেশ ও জাতির এই দুর্যোগ মুহুর্তে ঈশ্বরগঞ্জ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষ যাতে না খেয়ে কষ্ট করতে না হয় তার জন্য আমাদের পরিবারের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাবো।