বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অসহায় সেই স্বপ্নার পাশে দাঁড়ালো কাপ্তাই ফোরাম
অসহায় সেই স্বপ্নার পাশে দাঁড়ালো কাপ্তাই ফোরাম
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: স্বামী হারা ও দুই পা হারানো অসহায় স্বপ্নার সংগ্রামী জীবন নিয়ে কেয়েকদিন আগে সিএইচটি মিডিয়াতে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় স্বপ্নার সংগ্রামী জীবনের কথাগুলো। লিচুবাগনের কুষ্ট হাসপাতাল গেইট সংলগ্ন রাস্তার পাশে বসে সবজী বিক্রি করে অসহায় স্বপ্না। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে জীবন জীবিকার তাগিদে সবজী বিক্রি করে তার সংসার চালানো সহ সব তথ্য গুলো সেই প্রতিবেদনে তুলে ধরা হয়। এবং সেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয় এবং সেই সাথে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদটি প্রকাশ হয়।
স্বপ্নাকে নিয়ে সেই প্রতিবেদনটি চোখে পড়ে কাপ্তাই ফোরামের এডমিন ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আলিব রেজা লিমনের। আজ ৬ মে বুধবার কাপ্তাই ফোরামের পক্ষ হতে অসহায় স্বপ্নাকে সামান্য সহযোগীতা করার লক্ষে তার হাতে তুলে দেওয়া হয় একটি বড় ছাতি এবং নগদ অর্থ সহায়তা।
এসময় কাপ্তাই ফোরামের এডমিন ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আলিব রেজা লিমন, কাপ্তাই ফোরাম সদস্য সোহেল, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ কর্মী শহীদুল ইসলাম তারেক, কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত সহ কাপ্তাই ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
অসহায় স্বপ্না এই উপহারসামগ্রী পেয়ে কাপ্তাই ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ জানাই, সেই সাথে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যারা তার সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন বিভিন্ন পত্র পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উল্লেখ্য যে কাপ্তাই ফোরাম দেশের মানুষের কল্যাণে প্রতিনিয়ত ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছে। ইতিমধ্যে অসহায় দুস্থ অনেক মানুষের সেবায় তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মাহে রমজানের এই পবিত্র মাসে তারা প্রতিদিন যারা অসচ্ছল হয়ে মানবেতর জীবন যাপন করছে তাদের তুলে দিচ্ছে ইফতার সামগ্রী সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।