বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চট্টগ্রাম থেকে আগত রাঙামাটি হাসপাতাল এলাকায় এক দম্পতি হোম কোয়ারেন্টাইনে
চট্টগ্রাম থেকে আগত রাঙামাটি হাসপাতাল এলাকায় এক দম্পতি হোম কোয়ারেন্টাইনে
স্টাফ রিপোর্টার :: রাঙামাটির হাসপাতাল চট্টগ্রাম থেকে আগত এক ষাটোর্ধ্ব দম্পতিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঐ দম্পতির নাম মৃদুল কান্তি বড়ুয়া (৬৫) সাবেক বিআরডিবি কর্মচারি ও তার স্ত্রী সুখী বড়ুয়া (৫৫) বিটিসিএল এর কর্মচারি।
আজ ৬ মে বুধবার ঐ দম্পতি চট্টগ্রাম থেকে হাসপাতাল এলাকার বাসায় আসেন। এলাকার লোকজন খবর দিলে রাঙামাটি কোতয়ালী থানার এসআই জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষনিক তাদের বাসায় আসেন। সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বাসা লকডাউন ঘোষনা করে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেন রাঙামাটি কোতয়ালী থানার এসআই জহির উদ্দিন। এসময় রাঙামাটি পৌরসভা ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি বাবু চক্রবর্তীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ সিএইচটি মিডিয়াকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এসময় রাঙামাটি কোতয়ালী থানার এসআই জহির উদ্দিন সর্বসাধারণকে সচেতন থেকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানান।
জানা যায়, মৃদুল কান্তি বড়ুয়া ও তার স্ত্রী সুখী বড়ুয়ার কণ্যা পরিবারসহ চট্টগ্রামে থাকেন। চট্টগ্রামের একটি হাসপাতালে তাদের কণ্যার সন্তান প্রসব হয় সেই সূত্রে দেখাশোনার জন্য দীর্ঘদিন সেখানে থাকার পর আজ রাঙামাটি হাসপাতালস্থ বাসায় আসেন।