বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধম্মকথার উদ্যোগে সিলেটে মানবতার উপহার
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধম্মকথার উদ্যোগে সিলেটে মানবতার উপহার
সিলেট প্রতিনিধি :: আজ ৬ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কোভিট-১৯ মোকাবেলায় সিলেট’র হত দরিদ্র অসহায় মানুষের পাশে বৌদ্ধ ধর্মালম্বী সকলকে ত্রি স্মৃতিবিজড়িত (বুদ্ধের জন্ম ,বুদ্ধত্ব লাভ ও পরিনির্বান) দিন কে বৈশাখী পূর্ণিমা যা কিনা আমাদের বৌদ্ধ ধর্মের সবচাইতে বড় পূর্ণিমা । এই দিনের সকল বৌদ্ধ ধর্মালম্বীদেরকে “ধম্মকথা” বৌদ্ধ অনলাইন নিউজ’র পক্ষ থেকে শুভ বৈশাখী পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি।
যেহেতু পুরো বিশ্ব জুড়ে প্রাণঘাতী কোভিড ১৯ নামে আখ্যায়িত করোনা ভাইরাস, এর কারণে আজ পুরো বিশ্ব স্তব্ধ, তাই এইবার বাংলাদেশের সাথে গোটা বিশ্বের যেখানে বৌদ্ধ ধর্মালম্বী বসবাস করেন,বা করছেন ,কোথাও শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন করা লোক সমাগমে করা হয়নি। এই কারণে আমাদের নিজ নিজ বাসায় বুদ্ধের আসন এর সামনে এবং দেশের বৌদ্ধ বিহার গুলোতে নিয়ম মেনে বুদ্ধপূজা তুলে আমরা এবারে প্রথম শুভ বৈশাখী পূর্ণিমা হোম কোয়ারান্টাইনে উদযাপন করতে হয়েছে।
এমনতা অবস্থায় “ধম্মকথা” বৌদ্ধ অনলাইন নিউজ’র উদ্যোগে চট্টগ্রাম ও সিলেটের কিছু ধম্মকথা পরিবারের জ্ঞাতিবর্গ, দানশীল ব্যাক্তির সহযোগিতায় আজ বুদ্ধ পূর্ণিমার দিন সিলেট বৌদ্ধ বিহারের আশপাশ এলাকার মুসলিম ও হিন্দু ও বৌদ্ধ ৪৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, সাবান ও কিছু নগদ অর্থ বিতরণ করা হয়। ধম্মকথাকে চট্টগ্রাম থেকে সহযোগিতা করেন ডাঃ দিবাকর বড়ুয়া, দিপঙ্কর বড়ুয়া, উজ্জ্বল কান্তি বড়ুয়া, মনচন্দ্র-শুশীলা, বিমান, পটু ফাউন্ডেশন, ডাঃ স্নেহাশীষ বড়ুয়া,সুজন বড়ুয়া, মনিবালা বড়ুয়া, অসীম বড়ুয়া, শর্মীলা বড়ুয়া, সিলেট থেকে রামেন্দ্র বড়ুয়া, প্রকৌশলী রানা বড়ুয়া।
এতে উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, শ্রীমৎ আনন্দ ভিক্ষু, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া, অধ্যাপক বরন চৌধুরী, দিলীপ বড়ুয়া, দিবাকর বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক, ধম্মকথার এডমিন উৎফল বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া প্রমূখ। বিকেল বেলা আরো ১৭ পরিবারের মাঝে বিতরণ করা হবে।