![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ৭ মে ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য
কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য
আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর প্রতিনিধি :: করোনার ক্রান্তিলগ্নে পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার কর্মহীন অসহায় মানুষের মাঝে হতদরিদ্র সহ্রাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সহ-সম্পাদক এস এম জাকারিয়া বাচ্চু। তিনি গত নির্বাচনে দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর-ফুলবাড়ী) শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হাবড়া ইউনিয়নের আরজিদেবিপুর গ্রামে তার ইটভাটা সংলগ্ন চাতালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে তিনি খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান করেন। প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু ও তেল দেয়া হয়েছে। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাড. মাহাবুব আলম, জেলা যুব দলের যুগ্ম-সম্পাদক মাসুদ রানা, উপজেলা কমিটির সহ-সভাপতি ও মোস্তফাপুর ইউনিয়নের সভাপতি মিজানুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। জাকারিয়া বাচ্চু খাদ্য সামগ্রী বিতরণকালে বলেন, তার নেতা তারেক রহমানের নির্দেশে নিজ এলাকায় অসহায়, গরীব মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।