বৃহস্পতিবার ● ৭ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » করোনায় গৃহবন্দী সাঁওতালদের পাশে অবলম্বন
করোনায় গৃহবন্দী সাঁওতালদের পাশে অবলম্বন
সাইফুল মিলন, গাইবান্ধা :: জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস্ প্রোগ্রামের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন এর আয়োজনে আজ বৃহস্পতিবার ৭ মে সকাল ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাহমুদবাগ দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় কর্মহীন হয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠী মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়।
খাদ্য সহায়তা হিসেবে উপজেলায় ১০০০টি আদিবাসী পরিবারের প্রত্যেক পরিবারকে চাল-১০কেজি, আটা-৫কেজি, চিড়া-১কেজি, আলু-৫কেজি, পিয়াজ-৩কেজি, মুসুর ডাল-২কেজি, লবণ-১কেজি, চিনি-২কেজি, তেল-২লিটার, স্যাভলন সাবান-২টি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট দেয়া হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেতা ফিলিমন বাস্কে, গৌর চন্দ্র পাহাড়ী, সম্প্রীতি ফোরামের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এমিলি হেমব্রম, আদিবাসী নেত্রী কেরিনা সরেন, ইয়ুথ লিডার সুখী পাহাড়ী, বৃটিশ সরেন, প্রকল্প সমন্বয়কারী একেএম মাহাবুবুল আলম ও প্রজেক্ট অফিসার দিপ্তী মুর্মু প্রমুখ।