![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ৭ মে ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে করোনা যোদ্ধা পেল ফল-সবজি আর নগদ অর্থ
পার্বতীপুরে করোনা যোদ্ধা পেল ফল-সবজি আর নগদ অর্থ
রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: পার্বতীপুর উপজেলার ১ম করোনা ভাইরাস আক্রান্ত মানিক শাহ্ পুরোপুরি সুস্থ ।
মানিক শাহ সুস্থ্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী মানিক শাহকে নিজ কার্যালয়ে ডেকে শাক সবজি ফলমুলসহ নগদ অর্থ প্রদান করেন।
মানিক শাহ’র বাড়ী পৌর শহরের নামা পাড়া গ্রামে। তার পিতার নাম আনোয়ার হোসেন। সে নারায়নগঞ্জে কোম্পানীতে চাকুরী করতো। গত ৯ এপ্রিল সে বাড়ীতে আসে। ১৫ এপ্রিল সে করোনা আক্রান্ত বলে চিহ্নিত হয়। সে চিকিৎসকদের পরামর্শে বাড়ীতে থেকেই চিকিৎসা নেয়। এর আগে তার পরিবারের ৬ সদস্যের করো শরীরে করোনা পাওয়া যায়নি। এই করোনা যোদ্ধাকে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছে ।