বৃহস্পতিবার ● ৭ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ৯ম কিস্তির খাদ্যসামগ্রী বিতরণ করেছে মাটিরাঙ্গা সদর ইউপি
৯ম কিস্তির খাদ্যসামগ্রী বিতরণ করেছে মাটিরাঙ্গা সদর ইউপি
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারি বরাদ্ধের ৯ম কিস্তির খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
আজ ৭ মে বৃহস্পতি মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত দিনব্যপী খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম । তিনি বলেন, করোনাভাইরাসের এখনো কোন স্থায়ী চিকিৎসা নেই, শারীরিক দুরত্বের মাধ্যমে প্রতিরোধই এই ভাইরাস থেকে নিরাপদ থাকার সর্বোত্তম উপায় । স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই মন্তব্য করে তিনি কিছুক্ষণ পরপর সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুয়ে নেয়ার পরামর্শ দেন।
পরে বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, তপ্ত মাস্টার পাড়া এলাকায় ১,২ ও ৩ নং ওয়ার্ডের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। প্রকৃতভাবে যারা দরিদ্র ও অসহায় তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে তিনি বলেন, গ্রামে যদি কেউ করোনা আক্রান্ত এলাকা থেকে আসে তাহলে তাকে কোয়ারিন্টিন বা আলাদা ঘরে ১৪ দিন থাকার পরামর্শ দিন। প্রয়োজনে মেম্বার বা চেয়ারম্যানকে জানাবেন।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা জানান, ৯ম পর্যায়ে আমরা ৪১৫ পরিবারের মাঝে ত্রান বিতরণের কাজ করছি। সকালে ১,৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে একযোগে বিতরণ কার্যক্রম শুরু করেছি। অন্যদিকে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ সচিব কিশোর ধামাই ৮ ও ৯ নং ওয়ার্ডের কর্মহীনদের মাঝে ত্রাণ পৌছে দিয়েছেন । এবার প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল ও ১ কেজি আলু প্রদান করেছি। এছাড়াও আমরা ৩৫০ টাকা মুল্যমানের শিশুখাদ্য প্রদান করেছি ৪০টি শিশু পরিবারকে। এ সময় তিনি ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা জন্যে বিভিন্ন ওয়ার্ড মেম্বারসহ সংস্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়াও মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ তদারকি কর্মকর্তা ও উপজেলা পরিসংখ্যান অফিসার এস এম রুবাইয়াত তানিম, দলদলী মৌজা হেডম্যান দীন মোহন ত্রিপুরা, ইউনিয়ন পরিষদ মেম্বার মলেন্দ্র লাল ত্রিপুরা, অমৃত ত্রিপুরা ও সুমন ত্রিপুরা সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।