শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মদসহ আটক-২
রাউজানে মদসহ আটক-২
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ৯০ লিটার ছোলাই মদসহ দুই জনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। আজ ৭ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাহাড়তলী ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ গেটের পাশে রাস্তার উপর বাসানো চেক পোস্টে সিএনজি চালিত অটোরিকশা তল্লাসির সময় ৩০ বস্তা মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফয়েজ আহমেদ’র ছেলে মো. নাছির উদ্দিন ওরফে গেজু (৪০) ও একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আমীর হোসেনের ছেলে মো. নাছির উদ্দিন ওরফে ক্ষেপা (৩০)। রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জানিয়েছেন, রাঙামাটি থেকে আসা নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিকশা যোগে মাদক পাচারের সময় ৯০ লিটারমদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মদ ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্দ্রয়ণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাউজানে আগুনে পুড়ল গরীবের ঘর
রাউজান :: চট্টগ্রামের রাউজানে এক অগ্নিকান্ডে মো. হারুন নামে এক ভ্যানচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ ৭ মে বৃহস্পতিবার দুপুর দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা লোকজন ফায়ার সার্ভিসকে খরর দেন।খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ভান চালক মো. হরুন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম।