শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » বন্ধকী কার্ডের রেশন পেয়ে কৃতজ্ঞতা কার্ডধারীদের
বন্ধকী কার্ডের রেশন পেয়ে কৃতজ্ঞতা কার্ডধারীদের
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ব্যবসায়ীদের কাছে বন্ধক রাখা রেশন কার্ডের খাদ্যশস্য পেয়েছেন কার্ডধারীরা। করোনা পরিস্থিতির এমন দুর্দিনে নিজের বন্ধক রাখা কার্ডের খাদ্যশস্য উত্তোলন শেষে অশ্রুসিক্ত নয়নে বন্ধকী ব্যবসায়ী, জেলা-উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কার্ডধারীরা।
৭ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কয়েকটি রেশন বিতরণ কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে , নিজ নামীয় রেশন কার্ডের খাদ্যশস্য উত্তোলন শেষে মোটরসাইকেল ও ঠেলাগাড়ি যোগে হাসিমুখে বাড়ি ফিরছেন কার্ডের মুল মালিক বা কার্ডধারীগণ।
নাম প্রকাশ না করার শর্তে কার্ডধারীরা জানান, ব্যবসায়ীদের মনের জমাটবাধা বরফ গলেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন। অবশেষে আমরা সত্যিকার অর্থে ব্যবসায়ীদের সদ্বিচ্ছার কারণে উপকৃত হলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, রেশন বিতরণে কোন ধরনের অনিয়ম শয্যকরা হবে না। তিনি রেশন বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসারদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানিয়ে বলেন, কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।