শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় অসহায় মানুষের সহায়তায় এক নারী উদ্যোক্তা
মাটিরাঙ্গায় অসহায় মানুষের সহায়তায় এক নারী উদ্যোক্তা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গা উপজেলা সদরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া অসহায় মানুষের হাতে খাদ্যশস্য তুলে দিয়েছেন জনৈকা নারী উদ্যোক্তা। আজ ৮ মে সকালে মাটিরাঙ্গা বি-নবাব মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান অপরুপা টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টার‘এর মালকিন নারী উদ্যোক্তা মিসেস খাদিজা বেগম তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৮০ পরিবারের হাতে এ খাদ্যশস্য তুলে দিয়েছেন।
এ সময় তিনি বলেন, হাতে কাজ নেই, ঘরে নেই পর্যাপ্ত খাবার। অভাব অনটনের দু:চিন্তায় কাটছে কর্মজীবি মানুষের দিন। চারপাশের গরীব দু:খীদের কথা ভেবেই সামর্থ অনুযায়ী গরীবদের সহযোগিতায় হাত বাড়িয়েছি। চেষ্টা করেছি তাদের সাথে কষ্টকে ভাগভাগি করে নেয়ার। করোনার এই দুর্যোগে অসহায় মানুষগুলোর সহায়তায় সমাজের বিত্তবানদেরও এখনি এগিয়ে আসার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জানা গেছে, এই নারী উদ্যোক্তা পোশাক তৈরির প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রায় সহস্রাধিক বেকার যুব-মহিলার কর্মসংস্থানে অবদান রেখেছেন। এছাড়াও তিনি খাগড়াছড়ি জেলা মহিলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌর মহিলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।