শনিবার ● ৯ মে ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » প্রধানমন্ত্রীকে তীর্যক মন্তব্য করে রোহিঙ্গা যুবকের স্ট্যাটাস
প্রধানমন্ত্রীকে তীর্যক মন্তব্য করে রোহিঙ্গা যুবকের স্ট্যাটাস
উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া- -টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরে সরকারের চলমান প্রকল্প ও প্রধানমন্ত্রীকে ‘কোথায় মানবতার মা’ বলে তীর্যক ও ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এক রোহিঙ্গা যুবক।
জানা গেছে, সেই রোহিঙ্গা যুবকের নাম নুর সাদেক। সে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিডব্লিউসি’তে মাসিক ২৫ হাজার টাকা বেতনে কর্মরত।
সে স্ট্যাটাসে লিখেছেন, view of f***ing char and bhasan char/ Where Mother of humanity is sending Rohingya to this island./ It’s a kind of trafficing/#Salty_Humanity
উল্লেখিত পোস্টে সে ভাসানচরকে ফাকিং চর বলে সরকারের দীর্ঘদিনের পরিকল্পনাকে প্রশ্ন বিদ্ধ করেছে। তাছাড়া ‘কোথায় মানবতার মা যিনি রোহিঙ্গাদের দ্বীপে নিয়ে যাচ্ছে’ বলে মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় করার চেষ্টা করেছে। এছাড়াও রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়াটাকে এক ধরণের পাচার বলে উল্লেখ করেছে। সব শেষে নুনতা মানবতা বলে সে প্রধানমন্ত্রীর মানবতা নিয়ে বিরুপ মন্তব্য করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে এ স্ট্যাটাসটি পড়ে অনেক সচেতন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, দিন দিন রোহিঙ্গারা হিংস্র হয়ে উঠছে। মাদক ব্যবসা থেকে শুরু করে সকল অপকর্মের সাথে যুক্ত হয়ে শান্ত দেশটিকে অশান্ত করছে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে অসংখ্য ডাকাত বাহিনীর সৃষ্টি হয়েছে। এ ডাকাত বাহিনী স্থানীয়দের অপহরণ করে নিয়ে হত্যা করছে। মুক্তিপনও দাবী করছে। যা দেশের জন্য হুমকি স্বরূপ।
শরীফ আজাদ নামে একজন বলেন, স্থানীয়রা চাকরির জন্য আন্দোলন করলেও বিভিন্ন এনজিও মোটা অংকের চাকরি দেয় রোহিঙ্গাদের। এতে স্পষ্ট কতিপয় এনজিও এদের আশ্রয়-প্রশয় দিচ্ছে।
এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবীও করেছেন সুশীল সমাজ।
এ প্রসঙ্গে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।