![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » গাড়ী সিলিন্ডার থেকে ফেন্সিডিল বোতল উদ্ধার : যুবক গ্রেফতার
গাড়ী সিলিন্ডার থেকে ফেন্সিডিল বোতল উদ্ধার : যুবক গ্রেফতার
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: গ্যাস সিলিন্ডারের ভিতর অভিনব কায়দায় ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাবার সময় ১৮৩ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে র্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা এলাকায় মহাসড়কে চেক পোস্ট বসিয়ে নাটোর থেকে ঢাকামুখী একটি প্রাইভেট কার থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করেন। আটক মাদক ব্যবসায়ী নরসিংদী জেলার মাধবদী থানার টাটাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে নয়ন ইসলাম।
রবিবার দুপুরে র্যাব-১২ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকায় ফেন্সিডিলের চালানা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের খালকুলা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকামুখী সাদা রংয়ের একটি প্রাইভেটকারে তল্লাশী চালানো হয়। পরে কারের গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।