রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রথম করোনা রোগী শনাক্ত
রাউজানে প্রথম করোনা রোগী শনাক্ত
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আজ রবিবার ১০ মে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, প্রথম শনাক্ত হওয়া রোগীর নাম মোহাম্মদ ফারুক মিয়া। সেই রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের কান্দি পাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, করোনা পরিক্ষায় পজেটিভ হওয়া লোকটি চট্টগ্রাম শহরের হাসপাতালে ভর্তি ছিল। গত ৭ মে হাসপাতাল থেকে ছাড় পত্র নিয়ে বাড়ি ফিরে। গত ৮ মে নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়। তার রিপোর্টে পজেটিভ এসেছে। আমরা তাকে হোম কোয়ান্টামে পাঠিয়েছি। আগামী কাল তার পরিবারের সবার করোনা পরিক্ষা জন্য নমূনা সংগ্রহ করা হবে। ডাবুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিঠু শীল জানান, করোনা পজেটিভ আসায় পরিবারে ছয় সদস্য হোম কোয়ারেন্টিনে রয়েছে।