শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বইমেলা যেন শিশুদের বাসন্তী উত্সব
বইমেলা যেন শিশুদের বাসন্তী উত্সব
পাবনা প্রতিনিধি:: বই মেলার ৫ম দিনটি ৫ ফেব্রুয়ারী শুক্রবারের ছুটি দিন৷ এই দিনে বই পড়ুয়া শিশুদের বিভিন্ন আয়োজনে মেলা চত্বর হয়ে উঠে শিশুদের বাসন্তী উত্সবে৷ সকাল থেকেই হাতের লেখা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, কন্ঠ সংগীত ও নৃত্য প্রতিযোগিতা ও শিশুদের সাথে বই পড়া নিয়ে আলোচনা সভা মেলা চত্বর শিশুদের উত্সব মুখর করে তোলে৷ দিনটি ছুটির দিন হওয়ায় ভিন্ন মাত্রা যোগ করে মেলা চত্বর৷ বিকেল থেকেই অনেককেই ভিড়ের কারণে পরিবারসহ মেলাচত্বরে প্রবেশে হিমশিম খেতে হয়৷ বইয়ের স্টল মালিকগণ জানিয়েছে শুক্রবার শিশুতোষ বই প্রচুর বিক্রি হয়েছে৷
মেলা মঞ্চের অনুষ্ঠানে বাসন্তী রংয়ের শাড়ী পড়ে কিশোরীদের নৃত্য আর দর্শকদের মুহুমুর্হ করতালিতে মেলা অঙ্গন মুখরিত হয়ে উঠে৷ তার সাথে যোগ হয় বই পড়া নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের নানাবিধ মন মাতানো মনত্মব্য৷ এদের মধ্যে অনেকেই কবিতা আবৃত্তি করে দর্শণার্থীদের ভিন্নমাত্রার বিনোদন প্রদান করে৷
ক্ষুদে শিক্ষার্থীদের এই আলোচনা সভায় উঠে আসে বই পড়া নিয়ে তাদের অনেক না বলা কথা৷ তারা বলে, আমরা স্কুলে যাবার আগেই বাবা-মায়ের কাছ থেকে ছড়া-কবিতা পড়া শিখেছি৷ স্কুলে ভর্তি হবার পর আমরা যখন নিজেরাই পড়তে শিখেছি৷ তখন ছোট ছোট ছড়া, ছোট গল্প, ম্যাগাজিন, পেপার, রম্য কাহিনী, কাটর্ুন পড়ছি, শিখছি৷ অনেকেই ভ্রাম্যমান লাইব্রেরির সদস্য হয়ে নিয়মিত বই সংগ্রহ করে পড়ছি৷
সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত ঘন্টাব্যাপী যে সকল ক্ষুদে শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করে তারা হলো, সাবির, সাগর, শিশির, ইলমা, সায়মা, সৃজন, সামিউল কাদেরী, সাদাত কাদেরী, অরিদ, জান্নাত, আবির, ইফতে সাম, প্রজ্ঞা, প্রাপ্তি, স্নেহামনি ও ইউজা৷
সন্ধ্যা সাড়ে ৬ টায় বই মেলা মঞ্চে ক্ষুদে শিক্ষার্থীদের এই বই পড়া নিয়ে মতবিনিময় সভার সঞ্চালনা করেন ড. হাবিবুলস্নাহ ও এ্যাড. মুসফেকা জাহান কণিকা৷ শিশুদেরকে আশির্বাদ এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানান বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম৷
হাতের লেখা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, কন্ঠ সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় ৩ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতায় বিচারকগণ হলেন; ড. হাবিবুলস্নাহ, দোলন আজিজ, ভাস্কর চৌধুরী, মারুফুল রহমান, মোছা: লীনা, মো: খসরু প্রমুখ৷
এছাড়া সাংস্কৃতিক সংগঠন গনত্মব্যের নৃত্য এবং সুজানগর পদ্মা সংগীত একাডেমির আয়োজনে সংগীত পরিবেশন করা হয়৷
বই মেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ জানান, পাঠ্য বইয়ের বাইরে শিশুতোষ বই পড়ার প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টির লক্ষেই এই অনুষ্ঠান সাজানো হয়েছে৷