সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে অগ্নিকান্ডে দুই ঘর ভষ্মিভুত : অসহায় দুই পরিবার
কাউখালীতে অগ্নিকান্ডে দুই ঘর ভষ্মিভুত : অসহায় দুই পরিবার
মো. ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় পোয়াপাড়া গ্রামে আজ ১১ মে সোমবার দুপুরে অগ্নিকান্ডে ২টি বসত বাড়ি ঘর একদম পুড়ে ছাই হয়ে গেছে।
কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের পোযাপাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত অনিল বড়ুয়া ও ডলি বড়ুয়ার দুই ছেলে সুকান্ত বড়ুয়া এবং সুজন বড়ুয়ার পাশা পাশি মাটির ঘর। আজ সকাল বেলা তাদের পরিবার সদস্যরা এলাকার মেম্বার নির্মল দাশ মারা যাওয়ার খবর শুনে মৃতের বাড়িতে দেখতে যায়। বাড়ির ঘরগুলি ছিল তালাবদ্ধ দুপুর একটার সময় ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগের শট সার্কিটে আগুন লেগে গেলে এলাকার লোকজন দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায় এবং কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে আগুনে দুই তালাবদ্ধ ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়। কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. তমিজ উদ্দিন বলেন আনুমানিক ক্ষয় ক্ষতির পরিমাণ তিন লক্ষ টাকার মতো হতে পারে।
অগ্নিকান্ডের খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে নগদ দশ হাজার টাকা ও দুইটি থাকার জন্য তাবু প্রদান করেন।