শিরোনাম:
●   দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি ●   ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন ●   আত্রাইয়ে গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   আত্রাইয়ে হাতুরিতে আহত কৃষি শ্রমীকের মৃত্যু ●   সিলেটে বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী পালন ●   রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষণা ●   রাঙামাটি জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম ভুট্টোর দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার ●   কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ●   কাউখালীতে আজিমুশশান সুন্নী সম্মেলন ●   রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে ●   ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   শিক্ষকদের গবেষণা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে : চুয়েট ভিসি ●   রামগড়ে আড়াই লাখ টাকা জরিমানা : ৫টি ইটভাটা বন্ধ ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ ●   রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা ●   রংধনু ক্লাবের সম্মাননা পেলো সংবাদ কর্মী আকতার হোসেন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ●   গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ●   পার্বতীপুর জামায়াতের মোটরসাইকেল শোডাউন ●   মিরসরাইয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতা খুন : স্থানীয় নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করলো তদন্ত কমিটি ●   অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত ●   চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ●   কাশখালী রশিদিয়া তা’লীমুল কুরআন একাডেমীতে বার্ষিক মাহফিল সম্পন্ন ●   পানছড়িতে সন্ত্রাসীদের দ্বারা ৩জন হামলার শিকার ●   আলীকদমে সড়কে ঝরলো ৩ প্রাণ ●   ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » কম্বাইন্ড হারভেস্টার মেশিনে আগ্রহ বাড়ছে কৃষকের
প্রথম পাতা » কৃষি » কম্বাইন্ড হারভেস্টার মেশিনে আগ্রহ বাড়ছে কৃষকের
সোমবার ● ১১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কম্বাইন্ড হারভেস্টার মেশিনে আগ্রহ বাড়ছে কৃষকের

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন জনপ্রিয় হয়ে উঠছে । শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধিতে ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার বিপরীতে এ মেশিনকে এক সহজ সমাধান হিসেবেই দেখছেন কৃষকরা। অনেকটা ট্রাক্টরের মত দেখতে এ মেশিন দিয়ে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তায় ভরা যায় স্বয়ংক্রিয়ভাবে। ওই মেশিনে ধান মাড়াই দেখতে পৌরসভার নয়শিমুল গ্রামে কৃষক ফরিদ মিয়ার জমির পাকা ধান কাটার সময় পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানোয়ার রাসেল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার বলেন, এই মেশিন কৃষকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
একটা মেশিন দিনে ১২০ থেকে ১৫০ জন শ্রমিকের কাজ করে। কৃষকদের জন্য অনেক সাশ্রয়ী। কৃষকরা ৪ থেকে ৫ হাজার টাকায় এক একর জায়গার ধান কাটতে পারছে। এ মেশিনে গরুর খাবার হিসেবে ব্যবহার করা খড়টাও নষ্ট হয় না।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, কৃষিবান্ধব সরকার কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৫০% ভর্তুকী দেওয়ায় কম্বাইন্ড হার্ভেস্টারের মতো আধুনিক এবং দামী যন্ত্র কৃষকের পক্ষে কেনা সম্ভব হয়েছে। এ যন্ত্র ব্যবহারের ফলে কৃষকের মূল্যবান সময় ও ফসল ঘরে তোলার খরচ কমে যাবে। এবছর উপজেলায় ৪টি কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে মাঠে এর ব্যবহারও শুরু হয়েছে।

ঈশ্বরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মুজিবুর রহমান (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোররাত ৩টায় তার মৃত্যু হয়। মৃত মুজিবুর রহমান উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
জানা যায়, করোনার উপসর্গে মৃত ওই যুবক বাস চালক ছিলেন। গত বেশ কয়েকদিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল হুদা খান জানান, বিষয়টি আমার জানা ছিলো না। খবর পেয়ে বাড়িতে গিয়ে জানতে পেরেছি তার কোন করোনা উপসর্গ ছিলোনা। পরে তার দাফন সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার তার বাড়ির আশ পাশ থেকে নমুনা সংগ্রহ করা হবে।

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ওসি
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক, মানসিক ও বাক প্রতিবন্ধী শরীফ (১৬) কে হুইলচেয়ার উপহার দিলেন ওসি মোখলেছুর রহমান আকন্দ। আজ সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানা কমপ্লেক্সের সামনে ওই হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
জানা যায়, উপজেলার তারুন্দিয়া গ্রামের আবুল কাশেমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় শরীফ মিয়া। জন্ম থেকেই শরীফ শারীরিক প্রতিবন্ধ হয়ে বেড়ে ওঠে। বেড়ে ওঠার সাথে সাথে মানসিক ও বাক প্রতিবন্ধীর বিষয়টিও ধরা পরে। হত দরিদ্র আবুল কাশেম ছেলেকে নিয়ে পড়েন বিপাকে। তখন শরীফ ঘরে না থেকে মানুষের কাছে হাত পেতে সংসারের হাল ধরতে শুরু করে। গত তিন বছর আগে নিজের উপার্জিত টাকায় একটি হুইল চেয়ার কিনে বিভিন্ন বাজারে মানুষের কাছে হাত পাততো। কিন্তু গত দুই বছর ধরে শরীফের হুইল চেয়ারটি বিকল অবস্থায় চলছে। বর্তমানে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়াতে তার চলাচল বিঘিœত হচ্ছিল। ওই অবস্থা দেখে স্থানীয় সাংবাদিক ফেরদৌস কোরাইশী টিটু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবন্ধী শরীফকে নিয়ে একটি পোস্ট দেন। বিষয়টি ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের নজরে পড়লে তিনি একটি হুইলচেয়ার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে সোমাবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানা কমপ্লেক্সের সামনে শরীফ ও তার মায়ের কাছে ওই হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, এসআই সজীব ঘোষ প্রমুখ।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, শরীফ ও তার মায়ের কাছে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। প্রতিবন্ধী শরীফকে হুইলচেয়ার দিতে পেরে আমার বিষণ ভালো লাগছে।
ঈশ্বরগঞ্জে সরকারি ত্রাণ তহবিলে আশা’র খাদ্য সহায়তা
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা সংকট মোকাবেলায় অসহায় ও দুস্থ লোকজনের মাঝে বিতরণের জন্য সরকারি ত্রাণ তহবিলে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি এনজিও সংস্থা আশা।
আশা’র ঈশ্বরগঞ্জ সদর ব্রাঞ্চের উদ্যোগে আজ সোমবার উপজেলা পরিষদ চত্ত্¦রে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের কাছে খাদ্য সামগ্রীর ২শত প্যাকেট হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে- ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্যতেল। এ সময় উপস্থিত ছিলেন আশার গৌরীপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. মহসীন খান, ঈশ্বরগঞ্জ সদর ব্রাঞ্চের ম্যানেজার মো. ময়েজ উদ্দিন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শহীদুল ইসলাম, লোন অফিসার মো. আ. আউয়াল, মো. মেজবাহ উদ্দিন ও মো. ইয়াছিন প্রমুখ।
আশা ঈশ্বরগঞ্জ সদর ব্রাঞ্চের ম্যানেজার মো. ময়েজ উদ্দিন বলেন, সারাদেশের মতো ঈশ্বরগঞ্জ সদর শাখার পক্ষ থেকেও করোনা সংকট মোকাবেলায় সরকারি ত্রাণ তহবিলে ১লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, বেসরকারী এনজিও আশা ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী সরকারি ত্রাণ তহবিলে প্রদান করেছে যার মধ্যেমে করোনা সংকট মোকাবেলায় অসহায় ও দুস্থরা উপকৃত হবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)