সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহর ব্যবসায়ীরা রাষ্ট্রীয় প্রণোদনা প্যাকেজ পেতে তালিকা হস্তান্তর করেছে
চাটমোহর ব্যবসায়ীরা রাষ্ট্রীয় প্রণোদনা প্যাকেজ পেতে তালিকা হস্তান্তর করেছে
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রায় দেড় মাস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আর্থিক ক্ষতির কবল থেকে ব্যবসায়ীদের রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের জন্য রাষ্ট্রীয় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।
ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রণোদনা প্যাকেজভূক্তির জন্য সরকারি ‘নমুনা ছক’ অনুযায়ী চাটমোহর ব্যবসায়ী সমিতি’র পক্ষ থেকে পৌর সদরের ১০৭৭জন ব্যবসায়ী সদস্যের নামের তালিকা আজ ১১ মে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের কাছে হস্তান্তর করেন।
চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুতালিবের নেতৃত্বে ব্যবসায়ীদের নামের তালিকা হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সমিতি’র কোষাধ্যক্ষ মোঃ ইউনুস আলী, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ রান্টু, সমাজ কল্যাণ সম্পাদক মো. রবিউল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য মো. তাইজুল খাঁ প্রমূখ