![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » গাজিপুর » কাপাসিয়ায় বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবা ও বরের জেল জরিমানা
কাপাসিয়ায় বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবা ও বরের জেল জরিমানা
মামুনূর রশিদ, বিশেষ প্রতিনিধি :: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ১১ মে, সোমবার আনুমানিক রাত ১১ টায় বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মোঃ আলমের মেয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে সুলতানপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুমের সাথে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতা ও বরকে জেল ও জরিমানা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারা অনুযায়ী মেয়ের বাবাকে ৭ দিনের জেল ও বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বাল্যবিয়ের অন্যতম হোতা স্থানীয় কাজী পলাতক রয়েছেন বলে জানাযায় ।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারা অনুযায়ী মেয়ের বাবা আলম কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নুরুল ইসলামের ছেলে বর মাসুম কে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।