শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » কাউখালী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা
কাউখালী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা
কাউখালী প্রতিনিধি :: (৬ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.৩৫মিঃ)
বাংলাদেশের একটা গুরুত্বপুর্ণ এলাকা এই পার্বত্য চট্টগ্রাম এখানে বিভিন্ন সম্প্রদায়ের সকল জাতি ঘোষ্ঠির বসবাস ৷ সকল জাতিই শান্তিতে বসবাস করতে চায়, চায় তার নাগরিক মৌলিক অধিকার এই অধিকার হতে কাউকে কেউ বঞ্চিত করতে পারেনা তাই যত দিন পর্যন্ত এই এলাকা হতে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবেনা ততদিন পর্যন্ত এই এলাকার মানুষ গনতন্ত্রের স্বাদ পাবেনা বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ৷ ৬ ফেব্রুয়ার শনিবার সকাল ১০ টায় কাশঁখালীতে পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ৷ বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা , জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন সরকার,জেলা শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ প্রমুখ ৷ বর্ধিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কলমপতি ইউ পি চেয়ারম্যান ক্যাজাই ,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকার৷ মহিলা উপজেলা আওয়ামীলীগ নেত্রী হাসনা বানু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ক্যাসি মং মারমা, আওয়ামীলীগ নেতা মাষ্টার বাবলু মারমা, চেয়ারম্যান থুই মং মারমা আওয়ামীলীগ নেতা বাদল কান্তি দে ৷ অনুষ্ঠানে সঞ্চলনা করেন উপজেলা আওয়ামলীগ সহ সভাপতি ও ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী ৷ বর্ধিত সভায় আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার বিভিন্ন অংগ সংঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ৷