মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনায় মানবিক ভূমিকা রাখা ১শত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবতার ফেরিওয়ালা ঘোষণা
করোনায় মানবিক ভূমিকা রাখা ১শত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবতার ফেরিওয়ালা ঘোষণা
সংবাদ বিজ্ঞপ্তি :: বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্যোগের সময় বাংলাদেশে যে সকল সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান অসহায় দরিদ্র নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে জাতি-ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে চিকিৎসা সেবা, লাশ দাফন-কাফন,নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ সহ বিভিন্ন রকম কর্মসূচি পালন করে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করেছে এমন ১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে “মানবতার ফেরিওয়ালা” ঘোষণা এবং “মানবিক সংবর্ধনা” আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন সবুজ বাংলা মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এসবি নিউজ টিভির সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তা ও প্রেস বিজ্ঞপ্তিতে মুহাম্মাদ মাহমুদুল হাসান এই ঘোষণা প্রদান করেন। করোনা পরিস্থিতি সাভাবিক হলে সেপ্টম্বর/অক্টোবরের দিকে এই “মানবিক সংবর্ধনা” অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানান ।
মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের ঠিক পূর্বমুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের এই মহামারী পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে আয়োজিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। তাই এই ১০০ সংখ্যা ঠিক রেখে এই দুর্যোগের সময় যে সকল সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান অসহায় দরিদ্র নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সহযোগিতায় এগিয়ে এসেছে এমন ১০০ জন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে তাদের এই মানবিক কাজ অব্যাহত রাখার অনুপ্রেরণা হিসেবে সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সবুজ বাংলা মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এসবি নিউজ টিভির পক্ষ থেকে “মানবতার ফেরিওয়ালা” ঘোষণা এবং “মানবিক সংবর্ধনা স্মারক” প্রদান করা হবে বলে ঘোষণা করেন তিনি।
এসময় তিনি এসবি নিউজ টিভি ও সবুজ বাংলা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের এই মানবিক ভূমিকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ভূমিকা পালনে যাদের সংবর্ধনা দেওয়া হবে তাদের মধ্যে রয়েছেন- (১) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, (২) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমমোনাই), (৩) আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা হামজা শহিদুল ইসলাম, (৪) তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব আলী, (৫) ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের আহবায়ক মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, (৬) রাবেতাতুল ওয়াজীনের সভাপতি মাওলানা আবদুল বাছেত বা মহাসচিব মাওলানা হাসান জামিল (৭) বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক (৮) বাংলাদেশ প্রাইভেট হিফজ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শায়েখ নেছার আহমেদ আন নাছিরী, (৯) আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, (১০) ইসলামী যুব আন্দোলনের সভাপতি কে এম আতিকুর রহমান, (১১) সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা মুহাম্মদ রাশেদ খান (১২) হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার মহা-পরিচালক হাফেজ মাওলানা রজীবুল হক, (১৩) জাতীয় ওয়েয়েজীন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা মজিবুর রহমান বা মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ (১৪) রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের হাফেজ এনামুল হক মুসা বা মহাসচিব মাওলানা আজিজুর রহমান হেলাল (১৫) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বা সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত , (১৬) বিদ্যানন্দ ফাউন্ডেশন (এক টাকার আহার)-এর প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ, (১৭) বিজয়ের পথযাত্রার সভাপতি মোঃ মোস্তাকিম বিল্লাহ বিজয় (১৮) বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, (১৯) শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক আবুল কালাম আজাদ, (২০) প্রচেষ্টা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক সাইফুল সরকার, (২১) আখাউড়া প্রবাস বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ রাজু খাঁন প্রমূখ।
এছাড়া ব্যক্তিগত পক্ষে সামাজিক ও মানবিক ভূমিকা পালনে (১) নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, (২) করোনা কিট আবিষ্কারক অণুজীববিজ্ঞানী ড. বিজন কুমার শীল, (৩) বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, (৪) জাতীয় সংসদের সদস্য (নড়াইল-২ আসন) মাশরাফি বিন মুর্তজা, (৫) জাতীয় সংসদের সদস্য (বাগেরহাট-২ আসন) শেখ সারহান নাসের তন্ময়, (৬) জাতীয় সংসদের সদস্য (ফরিদপুর-৪ আসন) মজিবুর রহমান নিক্সন চৌধুরী, (৭) জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-৫০) ব্যারিষ্টার রুমিন ফারহানা, (৮) সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, (৯) গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, (১০) ডাকসুর ভিপি নুরুল হক নুর, (১১) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, (১২) বিএনপির কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (খুলনা-২) নজরুল ইসলাম মঞ্জু, (১৩)
গাজীপুর পুলিশ সুপার এসপি শামসুন্নাহার পিপিএম, (১৪) চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন পিপিএম (১৫) মানবিক পুলিশ ইউনিট সিএমপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী শওকত এরশাদ, (১৬) আমার বাংলাদেশ পার্টি- (এবি পার্টির) আহবায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, (১৭) বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আমীর ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, (১৮) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ ইব্রাহিম, (১৯) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, (২০) পাক্ষিক সবার খবর পত্রিকার সম্পাদক মাওলানা মুফতি আব্দুল গাফফার, (২১) নারায়ণগঞ্জে সর্বপ্রথম ২২ টি ঘরের বাড়ী ভাড়া মওকুফকারী নারী শান্তা ইসলাম, (২২) বান্দরবান সদরে মারমা জনগোষ্ঠীর সেবায় নিজ অর্থ ব্যয়ে সহযোগিতায় নিয়োজিত মংরী ও পুম্যাখাইন (দম্পতি), (২৩) ডাকসু সদস্য ও কেন্দ্রীয়ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা শিকদার প্রমূখ, (২৪) করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরবন্দী কর্মহীন মানুষের সহায়তায় গঠিত ইউএনও’র ত্রাণ তহবিলে দুই বছর ধরে জমানো নগদ ১০ হাজার টাকা অনুদান দেওয়া শেরপুরে ঝিনাইগাতীর ভিক্ষুক নাজিম উদ্দিন প্রমূখ।
এছাড়াও পুলিশ বাহিনী, সাংবাদিক ও ডাক্তারদের মধ্যে সেবা প্রদানকালে যারা নিহত হয়েছেন তাদের (মরণোত্তর সংবর্ধনা) পুলিশদের মধ্যে- (১) ডিএমপির এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮), (২) কনস্টেবল জসিম উদ্দিন (৪০), (৩) এএসআই আব্দুল খালেক (৩৬), (৪) ট্রাফিক বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ (৪৩), (৫) পিওএম’র এসআই সুলতানুল আরেফিন (৬) এসবির এসআই নাজির উদ্দীন (৫৫) ও ট্রাফিক বিভাগের কনস্টেবল জালালুদ্দিন খোকা। সাংবাদিক হিসেবে (১) দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন এবং (২) একই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহ সম্পাদক মাহমুদুল হাকিম অপু, (৩) ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া সম্পাদক আসলাম রহমান (৪২)। ডাক্তারদের মধ্যে- (১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। করোনায় মৃত্যুবরণকারী এই চিকিৎসক সাধারণ মানুষের কাছে মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন।
এই দুর্যোগের সময় অবদানকারী ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এসবি নিউজ টিভির সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান।
তিনি আরো বলেন- এই দুর্যোগের সময় এই তালিকার বাহিরেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন,কিছু কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিরা দরিদ্র অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবারের প্যাকেজ পৌঁছে দেওয়া, অভাবগ্রস্ত ভদ্র মানুষ জনের মাঝে গোপনে অর্থ পৌঁছে দেওয়া, রান্না করা খাবার ও ইফতার বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম, স্যানিটাইজারসহ প্রয়োজনীয় দ্রব্য বিভিন্ন পরিবারের হাতে তুলে দেওয়া, পথে-ঘাটে প্রতিষ্ঠানের আঙিনায় জীবাণুনাশক ছিটানো এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী মানুষদের জানাযা ও দাফন কাফনের ব্যবস্থা করাসহ রমজান ও ঈদকে সামনে রেখে আরো বিভিন্ন সেবায় ভূমিকা পালন করেছেন। যাদের অবদান ও কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে এসেছে আমরা মূলত তাদের থেকে যাচাই বাছাই করে এই তালিকা তৈরি করেছি।
তিনি বলেন- আমরা যে সকল ব্যক্তি ও সংগঠন এবং প্রতিষ্ঠানের তালিকা তৈরি প্রকাশ করেছি ইহা প্রাথমিক তালিকা, যা আরো সংযোজন বিয়োজন করা হবে। এই তালিকায় প্রকাশিত তথ্যে কোন ভুল থাকলে সচেতন মহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সংশোধনের জন্য সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। এছাড়াও আর কোন কোন ব্যক্তি ও সংগঠন এবং প্রতিষ্ঠানের নাম সংযোজন- বিয়োজন করা যায় সেই বিষয়ে পরামর্শ দিলে আমাদের সবুজ বাংলা মানব কল্যাণ ফাউন্ডেশন ও এসবি নিউজ টিভি কর্তৃপক্ষ চিরকৃতজ্ঞ থাকবে।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট রাষ্ট্রীয় ভাবে স্বর্ণপদক দেওয়ার দাবী জানিয়ে বলেন- আমি আহবান জানাচ্ছি - করোনার এই দুর্যোগের সময় মানবিক অবদানের জন্য এ সকল ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ভাবে স্বর্ণপদক দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের আয়োজনের বাজেটের একটি অংশ এই মানবিক ফেরিওয়ালাদের জন্য ব্যয় করার আহবান জানান তিনি।