মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ১৪টি চোরাই গরুসহ আটক-২
বিশ্বনাথে ১৪টি চোরাই গরুসহ আটক-২
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে ১৪টি গরুসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার ১২ মে ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন : উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ এলাকার সিংড়াওইল গ্রামের উস্তার আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন (২৮) ও মৃত ইউনুছ আলীর ছেলে মো. নিজাম উদ্দিন (২৫)।
জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংড়াওইল গ্রামের দু’টি বাড়ি থেকে চুরি হওয়া ১৪টি গরুসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
গরু আটকের খবর পেয়ে কয়েকজন সুনামগঞ্জের ছাতক থানা এলাকা থেকে বিশ্বনাথ থানায় আসেন এবং তারা জানান এগুলো তাদের চুরি হওয়া গরু।
যেহেতু ছাতক থানা এলাকায় তাদের বাড়ি, তাই তারা ছাতক থানায় চুরির মামলা করতে চান।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, এসআই দেবাশীষের নেতৃত্বে অভিযান চালিয়ে গরুসহ দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। যেহেতু ছাতক থানায় মামলা হবে, তাই ছাতক থানাকে জানানো হয়েছে। গরুসহ ছাতক থানার পুলিশ তাদেরকে নিয়ে যাবে।
চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিলেন বিশ্বনাথের পল্লী চিকিৎসকরা
বিশ্বনাথ :: করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সুরক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে সোসাইাটর নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামানের হাতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি মেডিকেলের চিকিৎসকদের সুরক্ষার জন্য ৪০টি হ্যান্ডস্যানিটাইজার (হ্যাক্সিসল), ২শত পিস হ্যান্ড গ্লাভ্স, ১শত পিছ (নোজাপিনসহ) মাস্ক ও ১শত পিছ হ্যাডক্যাপ প্রদান করেছেন।
গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক ও বর্তমান নেতাদের সহযোগীতায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ-আল জাবেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ডা: শাহনুর হোসাইন, সাধারণ সম্পাদক ডা: হোসেন আহমদ, ধর্ম-বিষয়ক সম্পাদক ডা: আবুল বশর মো: ফারুক, প্রচার-সম্পাদক ডা: আব্দুস সালাম ও সদস্য ডা: এম জে এ খায়ের প্রমুখ।