শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে অটোরিকশা চোর আটক
বিশ্বনাথে অটোরিকশা চোর আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে বিকাশে টাকা তুলতে গিয়ে অটোরিকশা চোর রুবেল মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ৷ সে উপজেলার চানসির কাপন গ্রামের আবদুল খালিকের-ছেলে৷ ৫ ফেব্রুয়ারী শুক্রবার রাত সাড়ে ৭টায় উপজেলা সদরের থানার সামন থেকে তাকে আটক করা হয়৷
পুলিশ ও গাড়ির মালিক সূত্রে জানাগেছে, গত ১৫ ডিসেম্বর রাত ১০টায় সিলেট পুলের মুখ থেকে বিশ্বনাথের পনাউল্লা বাজারে একটি অটোরিকশা (সিলেট-থ-১২-৮৭৩৪) যাত্রীবেশে ভাড়া করা হয়৷ বিশ্বনাথের সীমান্তবর্তী এলাকা কামালবাজার আসামাত্রই গাড়ির বদলি চালক ময়নুল ইসলামকে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করা হয়৷ এঘটনায় গাড়ির প্রকৃত চালক জয়নাল আবেদিন বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেন৷ যার নং ১২৫১ (তাং ২৮.১.১৬ইং)৷ গাড়িটি হল হুপাজে কোরআন মহিলা দাখিল মাদরাসা লক্ষনাবন্দ, গোলাপগঞ্জ৷ গাড়িটি চুরি হওয়ার পর থেকে গাড়ি মালিককে মোবাইল ফোনে টাকা দেয়া কথা বলে রুবেল৷ রুবেলের দেয়া বিকাশ নাম্বারে বৃহস্পতিবার তিন হাজার টাকা গাড়ি মালিক প্রেরণ করেন৷ কিন্তু রুবেল ওই টাকা বৃহস্পতিবার তুলতে না পারায় শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের সুসমিতা লাইব্রেরী বিকাশ এজেন্ট থেকে ওই তিন হাজার টাকা তুলতে এসে পুলিশের ফাঁতানো ফাঁদে ধরা পড়ে সে৷ পরে তাকে বিশ্বনাথ থানায় নিয়ে যায় হয়৷ এসময় তার কাছ থেকে দুটি মোবাইল,নেশা জাতীয় দ্রব্যসহ বিভিন্ন জিনিস উদ্ধার করে পুলিশ৷ চোরাইকৃত গাড়ির উদ্ধারের চেষ্টা চলছে বলে জানাগেছে৷
গ্রেফতারের সত্যতা স্বীকার করেন থানার এস আই তোফাজ্জুল হোসেন বলেন, আটককৃত রুবেল মিয়াকে গাড়ি চুরির মামলায় দক্ষিণ সুরমা থানায় প্রেরণ করা হবে৷ সে একজন্ গাড়ি চুরির সক্রিয় সদস্য বলে তিনি জানান৷