![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ১৩ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই আশার উদ্যোগে ২শত পরিবারকে সহায়তা প্রদান
কাপ্তাই আশার উদ্যোগে ২শত পরিবারকে সহায়তা প্রদান
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি ::বেসরকারি উন্নয়ন সংস্থা আশা কাপ্তাই উপজেলার বড়ইছড়ি ব্রাঞ্চের উদ্যোগে আজ বুধবার ১৩ মে উপজেলার ২ শত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
এই সময় আশার বিভাগীয় ব্যবস্থাপক জাহিদ হোসেন খান, অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক আমিরুল ইসলাম, চট্রগ্রাম জেলার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক শিবু দাশ সিংহ, বড়ইছড়ি ব্রাঞ্চ ব্যবস্থাপক রুপ রন্জন চাকমা, চন্দ্রঘোনা ব্রাঞ্চ ব্যবস্থাপক অমর বসাক, ১ নং চন্দ্রঘোনা আ’লীগ সাধারণ সম্পাদক কামরুল হোসেন, বড়ইছড়ি শাখার সহকারী ব্যবস্থাপক সৈকত ঘোষ, লোন অফিসার রহেল চাকমা উপস্থিত ছিলেন।