বুধবার ● ১৩ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ফের নতুন করে চিকিৎসকসহ করোনা শনাক্ত ৩
ঝিনাইদহে ফের নতুন করে চিকিৎসকসহ করোনা শনাক্ত ৩
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ আরও ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জিনোম সেন্টার থেকে পাঠানো ১০ টি নমুনার ফলাফলে ৩ টিতে পজেটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ১ জন মেডিকেল অফিসার, ঝিনাইদহ সদর উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এ পর্যন্ত মোট ৪৩৩ টি নমুনা রিপোর্টের ফলাফল এসেছে। এরমধ্যে নেগেটিভ ৩৯০ টি ও পজেটিভ ৪৩ টি। ঝিনাইদহের ৬টি উপজেলার মধ্যে শৈলকুপা উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এই উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও সদরে ১০, হরিনাকুন্ডু ১, কালীগঞ্জ ৯, কোটচাঁদপুর ৯ ও মহেশপুর উপজেলায় ২ জন আক্রান্ত ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের চিকিৎসক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং
ঝিনাইদহ :: ১৩ মে ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় হতে হাটগোপালপুর বাজারে তদারকি করা হয়। এসময় ক্রয় রশিদ যাচাই করা হয় ও মূল্য তালিকা সর্বদা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়। সে সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি টিসিবির ০২ টি ট্রাকসেল পরিদর্শন করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ঝিনাইদহে ৪ শতাধিক নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে হরিণাকুন্ডুর রঘুনাথপুর গ্রামের ৪ শতাধিক পরিবারে মাঝে শের আলী অটিষ্টিট ও প্রতিবন্ধী বিদ্যালয়ের এ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রভাষক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, খুরশিদ আনোয়ার রণ মিয়া, ডাক্তার রায়হান উদ্দিন, মোদাচ্ছের হাসান মিঠু, হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর সহ-সভাপতি মাহমুদ আল সাগর, মোহাম্মদ জাহিদ হাসান। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, চিনি সেমাই ও শাড়ী তুলে দেওয়া হয়। এ খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষ গুলো। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, রঘুনাথপুর গ্রামের গরীব দুঃখী মানুষের পাশে শের আলীর পরিবার সব সময় আছে। গরীব দুঃখী মানুষের দুঃখ দুর্দশার কথা অতি প্রকাল থেকে ভেবে আসছেন এই শের আলীর পরিবার। আপনারা সবাই শের আলীর পরিবারের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে তার তারা আরও বেশি দান-খয়রাত করতে পারেন।
ঝিনাইদহে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ অভিযান শুরু
ঝিনাইদহ :: ঝিনাইদহে শুরু হয়েছে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ অভিযান। বুধবার সকালে সদর খাদ্যগুদামে এ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়জ্জেম হোসেন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, কারিগরি খাদ্য পরিদর্শক জিন্নাত জাহান, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। জেলা খাদ্য কর্মকর্তা সেখ আনোয়ারুল করিম জানান, এ বছর জেলার ৬ উপজেলায় নিবন্ধিত সাড়ে ৪’শ মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১৭ হাজার ৬’শ ২২ মেট্টিক টন চাল সংগ্রহ করা হবে। এ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
ঝিনাইদহে ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে কাজী পরিবারের পক্ষ থেকে ওই এলাকার ২ শতাধিক পরিবারে মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। আনিছুর রহমান ডাবলু কাজীর উদ্যোগে সাবেক বিচারক সাইফুল ইসলাম, কাজী আজাদ, কাজী নুর আলম, কাজী ফিরোজ, কাজী বরফ, সাংবাদিক হাসান জাহিদ তুষার, শিক্ষিকা তহমিনা নাসরিন মেরী, চঞ্চল, তিতাস, ক্রিকেট প্রশিক্ষক মিরাজ, মাসুদ, পিপুল, সংবাদ, বিটন, শিমুল, হুমায়ন, রুবী, ইতি, সালমা, কবির, লিপন, পয়গম, মামুন এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, চিনি, সেমাই, লবনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষ গুলো।
বকেয়া বেতনের দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল অবরুদ্ধ
ঝিনাইদহ :: বকেয়া এরিয়া বিল ও বেতন সহ বোনাসের দাবিতে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কে অবরুদ্ধ করেছে কারখানার শ্রমিকরা। বুধবার সকাল ৮ টায় মিলের কারখানা গেটে শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবীরকে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এরপর এমডি বিল প্রদানের ব্যাবস্থা করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সদস্য ও কারখানা শ্রমিক বাবুল আক্তার জানান, ২০১৫ সালের জুলাই মাস থেকে অদ্যবধী জাতীয় মুজুরী কমিশনের ঘোষিত এরিয়া বিলের টাকা তারা আজো পায়নি। বার বার হেড অফিসে যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। এ ছাড়াও গত দুই মাসের বেতন ঈদ বোনাস এখনও পরিশোধ করেনি মিল কর্তৃপক্ষ। সাধারন শ্রমিক কর্মচারিরা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই বাধ্য হয়ে কারখানার শ্রমিকরা এমডিকে অবরোধ করে তাদের দাবীর কথা জানান। অবরোধকালে আরো উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফজের আলী ও মশিয়ার রহমান সহ ইউনিয়নের অন্নান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবীর শ্রমিকদের অবরোধের কথা অস্বিকার করে বলেন, বকেয়া টাকার দাবীতে সকালে কারখানার শ্রমিকরা তার কাছে এসেছিল। কিন্তু বর্তমানে মিলের ফান্ডে এখন টাকা সংকট। মিলের চিনি বিক্রির পর শ্রমিকদের বিল দেওয়ার আশ্বাস দিলে তারা চলে যান বলে জানান তিনি।
ঝিনাইদহে অগ্নিদগ্ধ ভিক্ষুকের চিকিৎসার ব্যয়ভার নিলেন যুবলীগ নেতা
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বিজয়পুর গ্রামে অগ্নিদগ্ধ বৃদ্ধা ভিক্ষুক জামেনা বেগম (৭০) এর চিকিৎসার ব্যায়ভার নিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা। বুধবার সকালে তার বাড়ীতে গিয়ে চিকিৎসার সমস্ত ব্যায় গ্রহনের দ্বায়িত্ব নেন। তাৎক্ষনিক তিনি ওই বৃদ্ধার এক বস্তা চাল, ডাল, তেল, আলু, লবন, পাউডার ও নগদ টাকা প্রদান করেন। যুবলীগ নেতা রাজা জানান, গত সোমবার দুপুরে বৃদ্ধা জামেনা বেগম ভিক্ষা করে বাড়ীতে আসে। করোনা থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে হাত-পায়ে তাপ নিয়ে ঘরে প্রবেশের সময় গায়ের কাপড়ে আগুন লেগে যায়। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভায়। ততক্ষনে তার শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে যায়। দু’দিন যন্ত্রনায় ছটফট করছে জামেনা বেগম। ফেসবুকের মাধ্যমে সংবাদ পেয়ে ইব্রাহীম খলিল রাজা দলীয় নেতাকর্মীদের নিয়ে ভিক্ষুকের বাড়ীতে ছুটে যান। এ সময় তিনি সহযোগিতা করেন। সেই সাথে তার চিকিৎসার সমস্ত ব্যায়ভার গ্রহন করেন। অসুস্থ ভিক্ষুক জামেনা বেগম সহযোগিতা পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, দু’দিন হলো কেউ খবর নেয়নি। রাজা প্রথম এসে আমাকে সাহায্য করলো। আল্লাহ তাকে ভালো রাখুক। এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, যুবলীগ নেতা ইখতিয়ার উদ্দিন, মাহাদি হাসান নাজমুল, হামিদুল ইসলাম, লিখন হোসেন ও সবুর আহম্মেদ।
শৈলকুপায় জোড়া খুনের ঘটনায় ৪৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
ঝিনাইদহ :: গত ১১ মে সামাজিক বিরোধে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় জোড়া খুনের ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ে করা হয়েছে। শৈলকুপা থানায় এ মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১২। তাং ১২/৫/২০২০ ইং। পুলিশ এ ঘটনায় হালিম, দবির, আমোদ অলি, রকি ও শহিদুল ইসলাম নামে পাঁচ জনকে গ্রেফতার করা করেছে। মামলা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে ৭ মে সকালে আয়ুব মুসল্লী নামে এক ব্যক্তির উপর হামলা করে খাঁ গ্রুপের লোকজন। ওইদিন বিকালেই মকবুল হোসেন ও তার ভাতিজা রাকিবুল ইসলাম পলাশের উপর পরিকল্পিত হামলা করে আব্দুর রশিদ খাঁ গ্রুপের সংজ্ঞবদ্ধ কর্মী সমর্থকেরা। এ ঘটনায় ১০ মে (রবিবার) সকালে অবেদ খাঁ নামে এক ব্যক্তির উপর হামলার ঘটনায় গ্রামটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (১১ মে) দুপুরে আব্দুর রশিদ খাঁ গ্রুপের লোকজন মকবুল মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে অভি (২৫) পিতা লোকমান মন্ডল, লাল্টু (৪৫) পিতা মনজের মন্ডল ও মনজের মন্ডল (৬০) গুরুতর আহত হয়। তাদেরকে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অভি ও লাল্টুকে মৃত বলে ঘোষনা করে। এ মামলার বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে জোড়া খুনের ঘটনায় ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা চালানা হচ্ছে। গ্রামটিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
কালীগঞ্জ সোনালী ব্যাংক বিধাবা ভাতার টাকা কম দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ :: বিধবা গৃহপরিচারিকা আখিরন নেছা সোমবার সোনালী ব্যাংক ঝিনাইদহের কালীগঞ্জ শাখায় গিয়েছিলেন সরকারের দেওয়া বিধবা ভাতা’র টাকা উত্তোলন করতে। তার পাওনা ৪৫ শত টাকা। ব্যাংক কর্তৃপক্ষ বইতে ৪৫ শত টাকা প্রদান লিখলেও তার হাতে তুলে দিয়েছিলেন ৩ হাজার টাকা। বাকি টাকার কথা জানতে চাইলে বলা হয়েছে বেশি বুঝলে মোটেও পাবেন না। একই ভাবে কদবানু এর হাতে ও ৪৫ শত টাকার পরিবর্তে দেওয়া হয়েছে ৩ হাজার। তাকেও বলা এই টাকা নিলে নেন, না নিলে চলে যান। আখিরন নেছা, কদবানু শুধু নয়, এ জাতীয় অসংখ্য বিধবা নারীর টাকা কম দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। যা স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনারের তাৎক্ষনিক পদক্ষেপের কারণে প্রকাশ পেয়েছে। বেশ কয়েকজন বিধবা নারী তাদের বাকি ১৫ শত টাকাও ফেরত পেয়েছেন। সাংসদের বক্তব্য অসহায় দরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া এই টাকা আত্বসাতের উদ্দেশ্যেই ব্যাংক কর্তৃপক্ষ তাদের হাতে কম টাকা তুলে দিয়েছেন। পরে তার উপস্তিতে ১৫ জনের বাকি ১৫ শত করে টাকা দেওয়া হয়েছে। তার দাবি আরো অসংখ্য মানুষের সঙ্গে এটা করা হয়েছে। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে ৪০০৯ জন বিধবা ভাতা, ৮৪০০ জন বয়ষ্ক ভাতা ও ২১৭৭ জন প্রতিবন্ধি ভাতা পেয়ে থাকেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কৌশিক খান জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাদের বরাদ্ধ সব চলে এসেছে। সোমবার কালীগঞ্জ পৌরসভা ও ৩ টি ইউনিয়নের ভাতা প্রাপ্তদের মাঝে টাকা বিতরণ করা হয়েছে। যদিও ওই দিন পৌরসভা এলাকায় ভাতা বিতরনের কথা না। এই পৌর এলাকায় অনিয়মটা হয়েছে। তিনি আরো জানান, মাসে বিধবা ভাতা ৫০০ বয়ষ্ক ভাতা ৫০০ ও প্রতিবন্ধীরা ৭৫০ টাকা করে পেয়ে থাকেন। যাদের টাকা কম দেওয়া হয়েছে তাদের একজন কদবানু (৮০)। বয়সের ভারে এখন সোজা হয়ে দাড়াতে পারেন না। কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় মাত্র ৪ শতক জমির উপর তার টিনের চালায় বসবাস। স্বামী গোলাম রসুল আনুমানিক ৪৫ বছর পূর্বে মারা গেছেন। সেই থেকে তিনি বিভিন্ন মানুষের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালান। তার বড় ছেলে আসাদুল ইসলাম বাদাম বিক্রি করেন, ছোট ছেলে সাইদুল ইসলাম চা বিক্রেতা। একমাত্র মেয়ে আকলিমা খাতুনকে বিয়ে দিয়েছেন। তিনি জানান, ছেলেদের কষ্টের সংসার। এই ভাতা দিয়ে ঔষধপত্র কিনতে হয়। সোমবার টাকা তুলতে গেলে ৪৫ শত টাকার পরিবর্তে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। এটার কারণ জানতে চাইলে বলা হয়েছে নিলে নেন, না নিলে চলে যান। কদবানু কথা গুলো বলার সময় কান্নায় ভেঙ্গে পড়েন, বলেন তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। ব্রীক ফিল্ড এলাকার বাসিন্দা আখিরন নেছা’র স্বামী আবু তাহের মারা গেছেন ২৪ বছর হয়েছে। এক ছেলে রবিউল ইসলাম রাজমিস্ত্রির কাজ করেন। এক মেয়ে ফাতেমা খাতুনের বিয়ে দিয়েছেন। নিজে বাড়ির সামনে টোং দোকানে চা বিক্রি করেন। এই চা বিক্রি আর বিধবা ভাতার টাকায় তার সংসার চলে। সেই টাকা কম দেওয়ার পর তিনি এলাকায় ফিরে শফিকুজ্জামান রাসেলকে বিষয়টি খুলে বলেন। তিনি স্থানীয় সাংসদের নজরে নিয়ে আসার পর তার বাকি টাকা ফেরত পেয়েছেন। এভাবে অনেককে ৪৫ শত টাকার মধ্যে ১৫ শত টাকা কম দেওয়া হয়েছে। যারা প্রতিবাদ করতে না পেরে বাড়ি ফিরে গেছে। এমন অভিযোগ বিধবা ভাতার টাকা নিতে আসা উপজেলার ছোট শিমলা গ্রামের রেখা রানী, রুপালী বিশ্বাস ও মায়া রানীদের। তারা জানায়, তাদের বইতে ৪৫০০ টাকা লেখা থাকলেও ব্যাংক থেকে ৩০০০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু বাকি টাকা দেওয়ার ব্যাপারে তাদের কিছু জানায়নি। মঙ্গলবার সকালে সরেজমিনে সোনালী ব্যাংকের কালীগঞ্জ শাখায় গিয়ে দেখা যায় গত সোমবার যাদের টাকা কম দেওয়া হয়েছিল মঙ্গলবার তাদের টাকা দেওয়া হচ্ছে। সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মী রবিউল ইসলাম জানান, তারা খোজখবর করে আরো ১৪ জনের সন্ধান পেয়েছেন। তাদের বাকি ১৫ শত টাকা পাওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে ব্যাংকে এসেছেন এবং ইতোমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সেই টাকাও পরিশোধ করেছেন। তিনি আরো জানান, খোঁজ নিচ্ছেন আরো কেউ টাকা কম পেয়ে থাকলে তার টাকা পাওয়ার ব্যবস্থাও নিবেন। এ সময় নার্গিস বেগম জানান, তিনি ১৫ শত টাকা কম দেওয়ার কারণ জানতে চাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কৌশিক খাঁন জানান, সকল পর্যায়ের ভাতা প্রাপ্তদের ২০২০ সালের জুন মাস পর্যন্ত ভাতার টাকা চলে এসেছে। তারাও এই টাকা ছাড় করেছেন। এখন শুধুমাত্র বিতরণ করার পালা। তিনি বলেন, ব্যাংক কর্তৃপক্ষ ওই দিন সিমলা-রোকনপুর ইউনিয়নে টাকা বিতরণ করার কথা থাকলেও করেছেন পৌরসভা এলাকায়। যেখানে এই অনিয়মটি হয়েছে। তবে এটা কোনো ভাবেই ঠিক হয়নি। ভাতা প্রাপ্তদের যে বই আছে সেখানে ৪৫ শত টাকা লিখে ৩ হাজার দেওয়ার কোনো সুযোগ নেই। ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার জানান, সোমবার দুপুরে তার কাছে খবর যায় অসহায় মানুষের টাকা আত্বাসাত করা হচ্ছে। এই খবর পেয়ে তিনি ব্যাংকে ছুটে আসেন। সেখানে গিয়ে ঘটনা সঠিক দেখে উপস্থিত কমপক্ষে ১৫ জনের কথা শুনে তাদের বাকি ১৫ শত করে টাকা ফেরতের ব্যবস্থা করেন। ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভুল বলে টাকা ফেরত দেন। সাংসদ আরো জানান, এখানে এসে জানতে পারেন ব্যাংকের নিরাপত্তা কর্মীও ভাতা নিতে আসা অসহায় নারীদের নিকট থেকে জনপ্রতি ১ শত করে টাকা নিচ্ছেন। এছাড়াও প্রতিবন্ধীদের সব টাকা দেওয়া হচ্ছে না। এসকল অনিয়মের বিষয়ে তিনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান। তাৎক্ষনিক ভাবে ব্যাংকের শাখা ব্যবস্থাপককে বিষয়গুলি অবহিত করে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। এ বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামীম রেজা জানান, অনেক কাজের মধ্যে এই কাজটি করতে গিয়ে তার অফিসাররা ভুল করেছেন। পরে সব সমাধান করে ফেলা হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
কালীগঞ্জে ফের গরীব কৃষকের ধান কাটলো যুবদল
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নে মেগুরখিদ্দা গ্রামের মাঠে এক গরীব কৃষক ইমদাদুল হকের ১বিঘা জমির ধান কেটে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা। বুধবার সকালে মাঠে গিয়ে এই ধান কাটা হয়। ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করেন এবং বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রিয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ,সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের পরামর্শক্রমে ঝিনাইদহ জেলার বিভিন্নস্থানে অসহায় ও গরীব কৃষকের ধান কাটা হচ্ছে কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত জেলা যুবদল কৃষকের পাশ্বে আছে। ধান কাটা কর্মসূচীতে উপস্থিত ছিলেন,পৌর যুবদলরে সাবকে সভাপতি কমিশনার আনোয়ার হোসেন,জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর যুবদলের সাবকে সভাপতি জবেদ আলী,জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক আক্তার হোসনে, জেলা যুবদলের সদস্য সুজা উদ্দনি মাহমুদ পিয়াল,মঞ্জুরুল হক খোকা মোস্তফা কামাল টিটো,আলমগীর জর্দ্দার,আজিজুল ইসলাম লস্কার, জাহিদুল ইসলাম, আবদুস সালাম, যুবনেতা ফিরোজ কবীর, আসাদুজ্জামান আসাদ,অতিয়ার রহমান, জাকির হোসনে,শহীদুজ্জামান সান্টুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুরে বৈদ্যুতিক মেশিনে ধান ঝাড়তে গিয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহ মহেশপুরে ধান ঝাড়তে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভালাইপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে মন্টু মিয়া(২৮) মঙ্গলবার বিকালে বৈদ্যুতিক মেশিনে ধান ঝাড়ার সময় শর্ট সার্কিট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক ভাবে পরিবারের লোকজন তাকে মহেশপুর হাসপাতালে নিলে র্র্কতব্যরত ডাক্তাররা মৃত্যু ঘোষণা করে। তার এই করুণ মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যানের মহামারী করোনা ভাইরাসে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত
ঝিনাইদহ :: মহামারী করোনা ভাইরাস এর এই মহা সংকটময় সময়ে যখন সারা দেশ জুড়ে খাদ্য সংকট, ঠিক সেই সময় ঝিনাইদহ জেলা পরিষদের দায়িত্বে ৩০ হাজার পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগে কাজ করে যাচ্ছে জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কনক কান্তি দাস। সোমবার সকালে বনানী পাড়ার বাসিন্দাদের মধ্যে ও বিকালে আলিয়া মাদ্রাসা মসজিদের ইমাম, মোয়াজজিন ও খাদেমকে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও রোববার সকাল থেকে জেলা পরিষদ এর মাধ্যমে ৫ হাজারের অধিক পরিবারের খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকার চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিদিন এভাবে ত্রাণ সামগ্রী বন্টন করা হবে বলে কর্তৃপক্ষ জানান। খাদ্য সামগ্রী বন্টন করার সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,মানিক বিশাস মধু, নারী সাংবাদিক ময়না খাতুন, মানবাধিকার কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। খোঁজ নিয়ে জানা যায় এই ত্রাণ সামগ্রী ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা জন প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই কর্মসূচি করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। ৩০ হাজার পরিবারের নিকট ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগেই এগিয়ে যাচ্ছে এই কর্মসূচি। ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কনক কান্তি দাস সকল জন প্রতিনিধিদের নিকট সঠিক ভাবে ত্রাণ সামগ্রী বন্টন করা সহ সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
ঝিনাইদহের পর এবার কালীগঞ্জে সেনাবাহিনী সহ পৌরসভার ব্যাবস্থাপনায় জীবাণুনাশক টানেল স্থাপন
ঝিনাইদহ :: মহামারি করোনা ভাইরাস রোধকল্পে ঝিনাইদহের পর এবার কালীগঞ্জে শহরের প্রানকেন্দ্রে একটি জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। বুধবার দুপুরে শহরের জনতা ব্যাংক মোড়ে স্থাপিত ওই টানেলের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের কারিগরি সহায়তা ও কালীগঞ্জ পৌরসভার ব্যাবস্থাপনায় ওই ট্যানেল উদ্ভোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেডের ২ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর কবির সহ স্থানীয় গনমাধ্যমের কর্মীগন। ফিতা কেটে ট্যানেলের উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আনার সকলের উদ্দেশ্যে বলেন, এই মহামারির হাত থেকে নিজেদেরকে বাচাতে হলে খুব বেশি প্রয়োজন সচেতনতা। তাই নিজের জীবনের সু-রক্ষায় এই জীবানুনাশক ট্যানেল অবশ্যই ব্যাবহার করতে হবে। তিনি এ ট্যানেল স্থাপনে সার্বিক সহায়তাকারী বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঝিনাইদহের শৈলকুপায় ১৩ দিনে ৪ খুন! মূলত এসব হত্যাকান্ডের দায় ভার কার?
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় ১২ দিনে ৪ খুন! মূলত এসব হত্যাকান্ডের দায় ভার কার? এসব নিয়ে উপজেলা জুড়েই আলোচনা সমালোচনার ঝড় বাইছে। শৈলকুপায় গত ১৩ দিনে ৪ খুন হওয়া ব্যাক্তিরা হচ্ছে ১। জমি বিরোধে শৈলকুপার ত্রিবেনী ইউনিয়নে পদমদী গ্রামে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরাফাত হোসেন (২২) কে গত ১৯ এপ্রিল প্রতিপক্ষের হামলায় নিহত। ২। কলা গাছ নিয়ে বিরোধে শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দা-গোবিন্দপুর গ্রামে জোয়াদ আলী নামে এক মুদি দোকানদারকে গত ৩রা মে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ৩। সর্বশেষ গত ১১ মে সামাজিক বিরোধে শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে অভি (২৫) ও লাল্টু মন্ডল (৪৫) নামে একই পরিবারের দু’জনকে হত্যা করে প্রতিপক্ষরা। শৈলকুপায় হত্যা সংঘটিত হওয়ার দু একদিন পরেই কতিপয় অপরাধীর নাম উল্লেখ করে থানায় মামলা রুজু হয়। এর মাঝে মামলায় নাম বাতিলে চলে বিভিন্ন রকমের তদবির। তদবির শেষে চুড়ান্ত নাম নিয়ে মামলা চার্জশীট গঠন হয়। একে একে মামলায় নাম থাকা আসামীরা গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের চালান বা আদালতে প্রেরন করা হয়। মামলা ধারায় হত্যাকান্ডে জড়িত সরাসরি হিট লিস্টে, অংশগ্রহণকারী, সাহায্যকারী, ইন্ধনদাতাসহ কয়েকভাবে চার্জশীট গঠন করা হয়। আসামী গ্রেফতারের পরে আদালতে প্রেরন করা হলে আসামী পক্ষের লোকজন মোটা অংকের টাকা দিয়ে উকিল বাবু সেটিং করে। মামলার ধারায় ১ থেকে ৫ বা তার অধিক ব্যক্তিদের জামিনে কিছুটা বিলম্বিত হলেও আইনের মারপ্যাচে উকিল বাবুরা জামিন পাইয়ে দিতে সাহায্য করে। অপরাধীরা জামিনপ্রাপ্ত হয়ে পূর্বের ন্যায় সমাজে বুক ফুলিয়ে শার্টের কলার উচিয়ে ঘুরে বেড়ায়। আর স্বামী হারানো স্ত্রী, বাবা হারানো সন্তানরা বুক চাপরিয়ে আর্তনাদ করতে থাকে। যে আর্তনাদের কান্নার শব্দ সমাজের অন্য মানুষের কর্নগ্রহে পৌছায় না। মামলার বছর না যেতেই চার্জশীটে ১ থেকে ৫নং শীর্ষ আসামীরা উকিল বাবুর অনুগ্রহে বেরিয়ে আসে। তাদের জীবন চলতে থাকে পূর্বের ন্যায়। বরং হত্যাকারীদের যেসকল ব্যক্তিরা নোংরা, অশালীন ভাষায় গালিগালাজ করেছিল, সমাজের সেসকল ব্যক্তিরাই আসামীদের কোলগোচর করে জয়গান গাইতে থাকে। অপরাধীদের সুযোগ দেয় নতুন করতে বাঁচতে। তারাও তাদের মিষ্টিস্বরে মুগ্ধ করে সমাজে মিশে যাই, তবে তারা চরিত্র পাল্টাই না, সুযোগ করে আরো ভয়ংকর হয়ে ওঠে। ভয়ংকর হওয়া পেছনে দায়ী সমাজের এই আমরাই। বেশির ভাগ হত্যা মামলা চলে ২ থেকে ৫ বছর। আসামীরা স্বা”ছন্দে মাস থেকে মাসে কোর্টে হাজিররা নামক স্বশরীর উপ¯ি’ত হয়ে চালাতে থাকে তাদের জীবন ধারা। একপর্যায়ে ভিকটিম পরিবারের ভঙ্গুর দুর্বলতার সুযোগ নিয়ে আসামীর পক্ষে সাফাই গেয়ে সমাজের অর্থলোভী কতিপয় ব্যক্তি মিলে মোটা অংকের অর্থ দিয়ে মামলা সুরাহ করে। বেঁচে যাই আসামীরা। পুলিশ আর কোর্ট থাকে নিরুপায়। বাদী সামাজিক চাপে কাঠগড়ায় দাড়িয়ে চোখের জল ঢেলে অশ্রুসিক্ত নয়নে মুখে চিলতে পরিমান ব্যথাহাসি নিয়ে মামলা পরিসমাপ্তি করে আসে। আর স্বামী হারানো স্ত্রী, বাবা হারানো সন্তানেরা যুগের পর ব্যথাতুর হৃদয় নিয়ে বেঁচে থাকে। উল্লাস ও মগ্নমত্তে জীবনকে সাজিয়ে সমাজে বুক ফুলিয়ে শার্টের কলার উচিয়ে চলতে থাকে অপরাধীরা। অপরাধের মাত্রা দিনকে দিন বেড়ে যাই, হতে থাকে আরো ভয়ানক। সমাজ থেকে অপরাধ ও অপরাধীরা হারায় না, বাঁচিয়ে রাখি এই আমরাই। হারিয়ে যায় স্ত্রীর স্বামী আর সন্তানের বাবা। পরিশেষে বিচারের বাণী নিভৃতে কাঁদে যুগের পর যুগ!