শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » জেলেদের পরিচয়পত্র বিতরণ করলেন পলক
জেলেদের পরিচয়পত্র বিতরণ করলেন পলক
সিংড়া প্রতিনিধি::(আপলোড ৬ ফেব্রুয়ারী ২০১৬ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৪ মিঃ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, এক সময় দেশ থেকে মত্স্য ভান্ডার হারিয়ে যেতে বসেছিল৷ তাই বর্তমান সরকার মত্স্য ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে৷ ” জাল যার,জলা তার” শ্লোগান নিয়ে নতুন নতুন আইন করে নদী-নালা,খাল-বিল, পুকুর খনন ও অভয়াশ্রম ঘোষণা দিয়ে বিগত দিনের চেয়ে বর্তমানে মত্স্যের উত্পাদন বহু গুন বৃদ্ধি পেয়েছে৷ তিনি আরও বলেন, মত্স্য উত্পাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বের মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে৷ যার অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চলনবিল ও সারাদেশের মত্স্যজীবিদের৷ তারই ধারাবাহিকতায় জেলেদের পরিচয়পত্র, মত্স্য সমপ্রসারণ প্রতিনিধিদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হচ্ছে ৷ প্রকৃত জেলেদের হক এখন আর কেউ অবৈধভাবে গ্রহণ করতে পারবেনা৷ ৬ ফেব্রুয়ারী শনিবার কৃষি ভবন হলরুমে উপজেলা সিনিয়র মত্স্য দপ্তরের আয়োজনে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় সিংড়া উপজেলার জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন৷
উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌর মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, জেলা মত্স্য অফিসার রেজাউল ইসলাম৷ এসময় সিনিয়র উপজেলা মত্স্য অফিসার ওমর আলী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারী দফতরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের ৪হাজার ৯শত ৫৪জন জেলের মাঝে পরিচয়পত্র ও ইউনিয়ন পর্যায়ে মত্স্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ১২জন স্থানীয় মত্স্য সম্প্রসারণ প্রতিনিধিকে বাই সাইকেল প্রদান করা হয়৷ এর আগে প্রতিমন্ত্রী পলক সিংড়া ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের নতুন সেবা কেন্দ্রের উদ্বোধন ও ২০১৪-১৫ অর্থ বছরের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের গরীবদের মাঝে এককালীন সাহায্য প্রকল্পের আওতায় উপজেলার ২৮জন প্রতিবন্ধী,গরীব ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে ৭৫হাজার টাকার চেক বিতরণ করেন৷