শিরোনাম:
●   কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন ●   অপহরণ, ধর্ষণ ও নির্যাতনে নয় পাপিয়া মারা গেছে ক্যান্সারে ●   রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি ●   নান্দাইলে এক হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ●   শ্রমিকরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবেনা : সাইফুল হক ●   খাগড়াছড়িতে ভূমিখেকো সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ●   ঈশ্বরগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন ●   বিশিষ্ট ব্যবসায়ী হামিদ শরীফ আর নেই ●   কুষ্টিয়াতে ওয়াজ করবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ●   লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ ●   নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ●   অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি ●   সচিবালয়ে আগুন ●   মহালছড়িতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার ●   প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উৎসব ●   শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত ●   পানছড়ি ৩ বিজিবি’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » করোনায় আক্রান্ত বিশ্বনাথের চার পুলিশ সদস্য
প্রথম পাতা » সকল বিভাগ » করোনায় আক্রান্ত বিশ্বনাথের চার পুলিশ সদস্য
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় আক্রান্ত বিশ্বনাথের চার পুলিশ সদস্য

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের চারজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন থানার দুইজন উপ-পরিদর্শক (এসআই) ও দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।

গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় তারা করোনা পজেটিভ। এ নিয়ে বিশ্বনাথ উপজেলায় পুলিশসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

চার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, গত ১০ মে থানার ৮ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরের দিন ১১ মে নেওয়া হয় আরও ১৩ জনের নমুনা। প্রথম নমুনা নেওয়া ৮ জনের মধ্যে ৪ জনের রিপোর্ট এসেছে পজেটিভ। পরে নমুনা নেওয়া ১৩ সদস্যের রিপোর্ট এখনও আসেনি।

তিনি বলেন, আক্রান্ত ৪ জনের অন্য কোনো উপসর্গ ছিল না, শুধু জ্বরটা ছিল বেশি। তারা আগে থেকেই আইসোলেশনে রয়েছেন। আজ ঘন্টাখানেক আগে তাদের নমুনার রিপোর্ট আমরা পেয়েছি।

সরকারের পাশাপাশি দেশের কল্যাণে প্রবাসীদের অবদান অতুলনীয় : বিশ্বনাথে এমপি মোকাব্বির খান

বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সরকারের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের কল্যাণে প্রবাসীদের অবদান অতুলনীয়। দেশের সকল দূর্যোগের সময় দেশবাসী সরকারের পাশাপাশি প্রবাসীদের কাছে পেয়ে আসছেন। করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তেও এর ব্যতিক্রম নয় নি। নিজেরা লকডাউনে থেকেও দেশপ্রেমের কারণেই নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেছেন প্রবাসীরা। তিনি আরোও বলেন, দেশে কোন খাদ্য সংকট নেই, আমাদের সবাইবে শুধু সরকারি নির্দেশনাগুলো মেনে চলে করোনা প্রতিরোধে সচেতন হতে হবে। আর সংকটময় ওই মুর্হুতে নিত্যাপ্রয়োজনীয় পণ্যের দাম কেউ বৃদ্ধি করলে সাথে সাথে আইনের আওতায় আনা হবে।
তিনি বুধবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ও রামপাশা ইউনিয়নের সাড়ে ৩ শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। মনোহর আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও বিশ্বনাথ আল-বুরাক শপিং সিটির ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলী ও পরিবারের উদ্যোগে করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা গণফোরামের আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশ্বনাথ সদর ইউনিয়নের ২ শতাধিক এবং রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সংগঠক মাহতাব উদ্দিনের পরিচালনায় রামপাশা ইউনিয়নের দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল।
খাদ্যসামগ্রী বিতরণের পৃথক অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ-আল জাবেদ, সমাজসেবক শহিদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান ও স্বাগত বক্তব্য রাখে কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।
এসময় বিশ্বনাথ থানার এসআই সঞ্জয় সঞ্জু, স্থানীয় এমপি মোকাব্বির খানের এপিএস ও মনোহর আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কো-অর্ডিনেটর অসিত রঞ্জন দেব, সহকারী কো-অর্ডিনেটর হেলাল আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলী খায়ের, কামাল মুন্না, আবদুস ছালাম, মোশাহিদ আলী, সংগঠক ফুলকাছ আলী, শাহীন আহমদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে এনআরবি ব্যাংকের ১ম দফার খাদ্যসামগ্রী বিতরণ করলেন পংকি খান

বিশ্বনাথ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এনআরবি ব্যাংকের অর্থায়নে ও ব্যাংকের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মনির আলীর উদ্যোগে প্রায় শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমতা কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনায় বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, সয়াবিন তেল।
বুধবার দুপুরে রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ১ম দফার খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। তিনি বলেন, করোনার সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি প্রবাসীরা নিজের সাহায্যের হাত প্রসারিত করায় মানুষের কষ্ঠ অনেক লাগব হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের রয়েছে বিরাট অবদান। তাই প্রবাসীদের কল্যাণে দোয়া প্রার্থনা করা ও প্রবাসীদেরকে তাদের প্রাপ্য সম্মান প্রদর্শন করা আমাদের সকলের উচিত।
সংগঠক মাসুক মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সমতা কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান আরব আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখে সাংবাদিক কামাল মুন্না।
এসময় উপজেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলী খায়ের, কামাল মুন্না, আবদুস ছালাম, মোশাহিদ আলী, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে সাংবাদিকদের পিপিই দিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

বিশ্বনাথ :: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষিত রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যাতে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন সেজন্য স্থানীয় সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা পোষাক (পিপিই) প্রদান করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বুধবার বিকেলে বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলার সাংবাদিকদের কাছে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে পিপিই হস্তান্তর করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ। বিশ্বনাথে প্রেস ক্লাবের পক্ষে পিপিইগুলো গ্রহন করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও বর্তমান সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
এসময় ফারুক আহমদ বলেন, করোনা সংকটে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তবুও সাংবাদিকরা সবচেয়ে বেশি উপেক্ষিত। কোথায় ঘরবন্দি মানুষ খাবার পাচ্ছে না, কোথায় ত্রাণ দেওয়া হচ্ছে বা কোন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সে তথ্য আমরা সাংবাদিকদের কাছ থেকে পাই। আর সাংবাদিকরা যদি সুরক্ষিত না থাকেন তাহলে তাদেরসহ অন্যের জন্যও করোনা ঝুঁকি থেকে যায়। তাই জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের সুরক্ষার জন্য নিজের পক্ষ থেকে আমাদের মাধ্যমে পিপিই উপহার দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, আকদ্দুছ আলী, আমির আলী, শাহ আলম খোকন, ফয়জুল ইসলাম জয়, ছায়েদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, জেলা ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, মাহবুব হোসেন মাছুম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ছাত্রলীগ নেতা সেলিম আহমদ প্রমুখ।

করোনায় আক্রান্ত বিশ্বনাথের জনস্বাস্থ্য প্রকৌশলী

বিশ্বনাথ :: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জিত সরকার। আজ ১৩ মে বুধবার বিকেলে তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এর আগে গেল ১০ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট হাসপাতালে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান।
তিনি আরো জানান, নারী-শিশু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চার পুলিশ কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলীসহ এ উপজেলা মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।





সকল বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন
অপহরণ, ধর্ষণ ও নির্যাতনে নয় পাপিয়া মারা গেছে ক্যান্সারে অপহরণ, ধর্ষণ ও নির্যাতনে নয় পাপিয়া মারা গেছে ক্যান্সারে
রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
নান্দাইলে এক হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক নান্দাইলে এক হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
শ্রমিকরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবেনা : সাইফুল হক শ্রমিকরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবেনা : সাইফুল হক
খাগড়াছড়িতে ভূমিখেকো সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ভূমিখেকো সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঈশ্বরগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
বিশিষ্ট ব্যবসায়ী হামিদ শরীফ আর নেই বিশিষ্ট ব্যবসায়ী হামিদ শরীফ আর নেই
কুষ্টিয়াতে ওয়াজ করবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি কুষ্টিয়াতে ওয়াজ করবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি
লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)