শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » পাবনায় বাল্য বিবাহ রোধে আলোচনা সভা
পাবনায় বাল্য বিবাহ রোধে আলোচনা সভা
পাবনা প্রতিনিধি :: ( আপলোড ৬ ফেব্রুয়ারী ২০১৬ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪ মিঃ)শনিবার ৬ ফেব্রুয়ারী পাবনা বাল্য বিবাহ রোধে নিকাহ রেজিস্টারদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতি পাবনা জেলা শাখার উদ্যোগে পি সি সি মিলনায়তনে বাল্য বিবাহ রোধে রেজিস্টারদের করনীয় শীর্ষক আলচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স৷ বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেখা রানী বালো৷ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট ( রাজস্ব) সালমা খাতুন, কাজী মোঃ আব্দুল সবুর , কাজী মোঃ আশরাফ আলী , কাজী মোঃ ফজলুল হক সবুরী, কাজী মোঃ আব্দুল জলিল , কাজী মোঃ জাহাঙ্গীর হোসেন খান, কাজী মোঃ আঃ মজিদ, কাজী মোঃ মোশররফ হোসেন, কাজী মোঃ আঃ রাজ্জাক, কাজী মোঃ আঃ শাহিন আলম , কাজী মোঃ আঃ ইসমাইল হোসেন খান , কাজী মোঃ হাসিবুর রহমান রম্নমী, কাজী মোঃ শফিকুল ইসলাম ,হিন্দু রেজিস্টার স্বপন বিশ্বাস ৷ এ সময় অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক সাংবাদিক এস এম আলমসহ শতাধিক কাজী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাজী কে এম আব্দুল হামিদ৷