বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » দুই রোহিঙ্গাসহ কক্সবাজারে ১২ করোনা রোগী শনাক্ত
দুই রোহিঙ্গাসহ কক্সবাজারে ১২ করোনা রোগী শনাক্ত
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারে দুই রোহিঙ্গাসহ ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ ১৪ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ১৮৬ জনের নমুনা পরীক্ষায় এ রিপোর্ট পাওয়া গেছে। এ সময় ৫ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার শনাক্ত হওয়া ১২ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, চকরিয়া উপজেলায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২ জন।
এনিয়ে কক্সবাজার জেলায় বৃহস্পতিবার ১৪ মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৩২ জন।
তৎমধ্যে চকরিয়া উপজেলায় ৩৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ৩৫ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ১৪ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২ জন।
আজই প্রথম ২ জন রোহিঙ্গা শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হলো।
এ প্রসঙ্গে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন বলেন, করোনা শনাক্ত হওয়া দুইজনই রোহিঙ্গা নাগরিক কিনা বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের একজনের নমুনা সংগ্রহ করা হয় কুতুপালং এমএসএফ হাসপাতালে থেকে অপরজনের ক্যাম্প-১ ওয়েস্ট এর আইওএম পরিচালিত হাসপাতাল থেকে নমুনা সংগ্রহের কথা জানান। সন্ধ্যা ৬.৫০মিনিটের দিকে করেনা শনাক্ত হওয়া দুই ব্যক্তির সঠিক পরিচয় ও বিস্তারিত তথ্য জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।