বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মাতৃত্বকালীন ভাতা ভোগীদের মাঝে ডিম বিতরন
মাতৃত্বকালীন ভাতা ভোগীদের মাঝে ডিম বিতরন
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে মাতৃত্বকালীন ভাতাভোগীদের মাঝে পুষ্টিকর খাদ্যের অংশ হিসেবে মুরগীর ডিম বিতরন করা হয়।
১৫ জন মাতৃত্বকালীন ভাতাভোগীদের প্রত্যেককে ৩০টি করে মুরগীর ডিম বিতরন করেন অত্র বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব এস এম দাউদ আলী, ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন, মহিলা ইউপি সদস্য রাফেজা বেগম, কামরুন্নাহার নিপা, সন্ধা রানী দাশ প্রমূখ।
বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতা প্রদান
বাগেরহাট :: বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আলহাজ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রব্বানী, জনতা ব্যাংক কাটাখালী শাখা ব্যাবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী মো. আলামিন শেখ, প্যানেল চেয়ারম্যান-১ শেখ আহম্মদ আলী, ইউপি সচিব প্রসুন কুমার দাশ, শিক্ষক অঞ্জন কুমার দাশ, প্রদ্যুৎ ঘোষ বিশ্বাস, মুস্তাফিজুর রহমান, উজ্জল কুমার দাম, আবু রাসেল, ইউপি সদস্য মো. হুমায়ুন কবির, মো. বজলুল রহমান মোড়ল, আরিদ হোসেন, মো. মোতালেব মোড়ল, বিল্লাল হোসেন মিলন, মো. হারুনার রশিদ, ফিরোজ খান, সংরক্ষিত মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা ও শিল্পি বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩৬৫জন বিধবা ও ৩৯৫জন প্রতিবন্ধি সহ মোট ৭৬০জন ভাতাভোগীদের মাঝে ভাতার অর্থ প্রদান করা হয়।
ঘরে থাকা কর্মহীন ও অসহায় মাঝি-মাল্লা পরিবারের পাশে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম
বাগেরহাট :: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটাপন্ন কর্মহীন ঘরে থাকা গরীব ও মাঝি-মাল্লা পরিবারের মাঝে বাগেরহাটের রামপালে মাঝি-মাল্লাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেলের রামপালস্থ ডাকরা-কালিগঞ্জ খেওয়াঘাটের মাঝি-মাল্লাদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন তার ছোট ভাই শেখ ফিরোজ কবির।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক কাজি জাহিদুল ইসলাম, বাঁশতলী ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম আব্দুল্লাহ ও পেড়িখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক আবু হায়াত, আলমগীর কবির বাচ্চু প্রমুখ।
ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশায় অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেওয়ার কর্মসূচির অংশ হিসাবেই আজ ও প্রায় অর্ধশতাধীক দরিদ্র মাঝি-মাল্লাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এছাড়া এর আগে রামপাল ও মোংলার ২ হাজার ৫৫২টি পরিবারের মাঝেও তার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
টাকা লেনদেন নিয়ে ভাগ্নের হাতে মামা খুন
বাগেরহাট :: টাকা লেনদেন নিয়ে ভাগ্নের হাতে মামা খুন হয়েছে।বাগেরহাটের শরণখোলায় ধানসাগর গ্রামে আজ বৃহস্পতিবার(১৪ মে )বেলা ৩টার দিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ভাগ্নের পিটুনিতে মামা সবুজ সিকদার (৫০) খুন হয়েছে বলে জানা গেছে ।
নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, ১২ হাজার টাকা লেনদেন নিয়ে বেলা ৩টার দিকে তার স্বামীর ভগ্নিপতি আলতাফ হোসেনের সাথে সবুজ সিকদারের ঝগড়ার এক পর্যায়ে আলতাফের পুত্র প্রিন্স মামা সবুজ সিকদারকে বেদম মারপিট করলে ঘটনাস্থলেই সে মারা যায় ।ঘটনার পর থেকে ভাগ্নে প্রিন্স ও পিতা আলতাব শেখ পালাতক রয়েছেন।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ এবং থানায় একটি হত্যা মামলা করা হবে।