শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » জোর-পূর্বক ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৩
জোর-পূর্বক ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৩
এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাও গ্রামের বটতলা এলাকায় রাতের আধারে জোর-পূর্বক ড্রেন নির্মাণ করাকে কেন্দ্র করে সংঘর্ষে জমির মালিকসহ একই পরিবারে ৩জন আহত হন।
জানাযায়,গতকাল ১৪ মে বৃহস্পতিবার সন্ধা ৭টায় জমির মালিককে জিঙ্গাসা না করে জোর-পূর্বক ড্রেন নির্মাণ করতে চাইলে জমির মালিক বাধা প্রদান করেন, এতে ক্ষিপ্ত হয়ে ইউসুব মিয়া ও আকল মিয়ার নেতৃত্বে মাসুম মিয়া ও নাজমুল মিয়াসহ ৭/৮জন সহযোগী মিলে ছত্তার মিয়ার বাড়ীতে হামলা চালায়।
হামলায় গুরুতরআহতহন ছত্তার মিয়ার স্ত্রী নেকজান বিবি (৫৫) ও তার ছেলে মোতালিব মিয়া (৩০)।
আহতরা বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নেকজানবিবি’র আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতারলে স্তানান্তর করা হয়।
এবিষয়ে মোঃ আব্দুস ছত্তার বাদীহয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে কমলগঞ্জ থানার এসআই ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মালমালার তদন্ত চলছে তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
কমলগঞ্জে ৭৬০ পিছ ইয়াবাসহ ব্যাবসায়ী আটক
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল র্যাব-৯ ।
বৃহস্পতিবার শমশেরনগরের শিংরাউলী গ্রাম থেকে র্যাব-৯ এর সদস্যরা এম এম শফি(২৫) নামের এক ব্যক্তিকে আটক করে ।
গতকাল ১৪ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আটক ইয়াবা ব্যবসায়ীকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীকে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
র্যাব-৯ শ্রীমঙ্গল জানায়, আটক এম এ শফি শিংরাউলী গ্রামের আব্দুস শহীদের দ্বিতীয় ছেলে। আগে থেকেই সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে কয়েক বছর প্রবাসে থেকে আবার দেশে ফিরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ইয়াবাসহ একজনকে র্যাব কর্তৃক আটক করে থানায় সোপর্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ মামলায় ৭৬০ পিস ইয়াবার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৪ হাজার টাকা। আটক ইয়াবা ব্যবসায়ীকে শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।