শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শাহজাদপুরে অটোরিক্সা ছিনতাইকালে ৩ যুবক আটক
শাহজাদপুরে অটোরিক্সা ছিনতাইকালে ৩ যুবক আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাইকালে ৩ যুবককে হাতেনাতে আটক করেছে র্যাপিডএ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা৷ এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত দুটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে৷ ৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ডের পুর্ব পাশ থেকে তাদের আটক করা হয়৷ আটককৃতরা হলো, শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর এলাকার খোরশেদ আলমের ছেলৈ আরিফুল ইসলাম (৩০), একই উপজেলার আলোকদিয়ার গ্রামের মৃত কেয়াম প্রামানিকের ছেলে সোহেল রানা (২৪) ও মৃত খলিলুর রহমান সরদারের ছেলে নয়ন সরদার (৩০)৷
বিকেলে সাড়ে তিনটার দিকে র্যাব-১২’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক স্কোয়াড লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল এ তথ্য জানিয়েছেন৷ সংবাদ সম্মেলেন অটোরিক্সা চালক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাচকৈড় গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে নজিবর রহমান (৫৮) উপস্থিত ছিলেন৷
তিনি জানান দুপুরে শাহজাদপুরের সরিষাকৈল গ্যাস ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে ফেরার পথে যাত্রীবেশে ৩ ছিনতাইকারী তার গাড়ীতে ওঠে৷ কিছু দুর যাওয়ার পর দুটি মোটর সাইকেলে আরও দুই ছিনতাইকারী অটোরিক্সার পিছু পিছু ধাওয়া করে এবং আরো কিছুদুর যাওয়ার পর চালককে নামিয়ে দিয়ে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়৷ এ সময় মহাসড়কে টহলরত র্যাবের গাড়ী থামিয়ে তাদের সাহায্য চাইলে র্যাব সদস্যরা অটোরিক্সাটিকে ধাওয়া করে বিসিক বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে তাদের আটক করেন৷
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প ডিএডি ইলিয়াছ আলী জানান, তিন ছিনতাইারী আটক হলেও মোটর সাইকেলে থাকা অপর ছিনতাইকারীরা মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি৷ এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি৷