শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দুর্গম এলাকার অসহায়রা যেনো ত্রান সহায়তা থেকে বাদ না পড়ে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
দুর্গম এলাকার অসহায়রা যেনো ত্রান সহায়তা থেকে বাদ না পড়ে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভায় মহামারী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্যশস্য) বিতরণ করা হয়েছে। আজ শনিবার ১৬ মে সকালে মাটিরাঙ্গা পৌরসভা আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) ও খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দেরও মহামারী করোনাভাইরাসের দুর্যোগে অসহায়দের পাশে দাড়াতে হবে। এখনো করোনাভাইরাসের কোন স্থায়ী চিকিৎসা নেই বিধায় শারীরিক দুরত্বের মাধ্যমে প্রতিরোধই এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার সর্বোত্তম উপায় । তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই মন্তব্য করে ত্রাণ বিতরণে দুর্গম এলাকার অসহায় জনগোষ্ঠিরা যাতে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সামছুদ্দীন ভূঁইয়া, মাটিরাঙ্গা উপজেলা ভাইসচেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামীলীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজী, সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ-সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
এছাড়াও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক জানান, জেলা ত্রান ও পুনর্বাসন শাখার স্মারক নং ৫১.০১.৪৬০০.০০০.৪১.০৬১০.২০-৩৪৫ মুলে প্রাপ্ত ৪র্থ দফার ২০ টন খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে ২০০০ পরিবারের মাঝে। যা প্রথম দিন শনিবার ছাড়াও আগামী সোমবারও বিতরণ করা হবে উল্লেখ করে সরকার প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সময়মতো পৌঁছে দিতে মাটিরাঙ্গা পৌরসভা সদা প্রস্তুত রয়েছে।