শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নাসিক মেয়র করোনা সংক্রামন রোধে শপিংমল বন্ধ রাখতে অযোগ্যতার পরিচয় দিচ্ছেন : টিপু
নাসিক মেয়র করোনা সংক্রামন রোধে শপিংমল বন্ধ রাখতে অযোগ্যতার পরিচয় দিচ্ছেন : টিপু
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন করোনা বিস্তার রোধে নাসিক মেয়রের অযোগ্যতা অমার্জনীয়। তিনি বলেন নাসিক মেয়র ফুটপাত ‘দখল মুক্ত’ করতে হকারদের লাঠি পেটা করতে পারলেও করোনা সংক্রামন রোধে শপিংমল বন্ধ রাখতে চরম অযোগ্যতার পরিচয় দিচ্ছেন। নগরজুড়ে ইতোমধ্যে এডিস মশার প্রাদুর্ভাব শুরু হলেও মশা নিধনে নাসিকের নিশ্চুপতা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
আবু হাসান টিপু বলেছেন উপমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন স্থানীয় সরকার প্রধান হয়েও সরকার কর্তৃক দেয় খাদ্য সহযোগীতা বিতরণ করা ছাড়া করোনা পরিস্থিতিতে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ভূমিকা সর্ব মহলেই প্রশ্নবিদ্ধ। নগরবাসী কেবল সরকারকেই নয় নাসিককেউ টেক্সসহ বহু ধরনের কর প্রদান করেন। জনগণের প্রদেয় সেই অর্থ থেকে এই দূর্যোগকালীন সময়ে কর্মহীন নগরবাসীর নিশ্চয় স্বাস্থ্য ও খাদ্যের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। নিশ্চয় নাসিক কর্তৃক কয়েক জন চিকিৎসক দিয়ে সাস্থ্য পরামর্শ প্রদান করে আত্মতৃপ্তিতে ভোগার কোন যায়গা নেই।
তিনি বলেন করোনা পরিস্থিতিতে জাইকা, ইউএনডিপি ও ইউকেএআইডি’র ধারাবাহিক ও দূর্যোগকালীন সময়ের প্রান্তিক জনগোষ্ঠির জন্য সহযোগীতামূলক কার্যক্রমসমূহকে নাসিক ও নাসিক প্রধানের কর্যক্রম বলে প্রচার করা সত্যকে আড়াল করার সামীল।
আজ ১৬ মে সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে করোনার কারণে কর্মহীন শ্রমজীবী মেহনতী মানুষের মধ্যে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণকালে আবু হাসান টিপু এসব কথা বলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে এই খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নারীনেত্রী রাশিদা বেগম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সমম্পাদক মন্ডলীর অন্যতমনেতা জননেতা কমরেড হাবিবুর রহমান আঙ্গুর, মোক্তার হোসেন, রোকসানা বেগম, শ্রমিকনেতা নাসির হোসেন, সুরুজ আলী মাতুব্বর, ইসমাইল হোসেন প্রমূখ।