মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » শিশু পরিবারের জন্য রাঙামাটি জেলা পরিষদের আর্থিক সহযোগিতা
শিশু পরিবারের জন্য রাঙামাটি জেলা পরিষদের আর্থিক সহযোগিতা
ষ্টাফ রিপোর্টার :: ২৮ সেপ্টেম্বর : রাঙামাটির শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজ সেবা বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা ৷ সোমবার বিকেলে সরকারী শিশু পরিবার পরিদর্শনে গেলে তিনি এ সহযোগিতা প্রদান করেন ৷
এ সময় শিশু পরিবারের উপ-তত্ববধায়ক রুপনা চাকমা, বাঘাইছড়ি উপজেলার সাজেক ভুয়াছড়ির কার্বারী মহেন্দ্র লাল ত্রিপুরা উপস্থিত ছিলেন ৷
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, অসহায় দরিদ্র শিশুদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে ৷ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিশু পরিবারের শিশুরা আমাদের সমাজের একটি অংশ ৷ তিনি বলেন, সমাজের বিত্তবান ও বিভিন্ন সমাজ উন্নয়ন সংগঠনের কর্তারা অন্ততঃ মাসে একবার এই অবহেলিত শিশুদের দেখতে আসা উচিত্ ৷ এখানে এসে তাদের না দেখলে অনুভব করা সম্ভব না তারা কি অবস্থায় এখানে বসবাস করছে ৷ দেশে বেসরকারীভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে এ সমস্ত প্রশিক্ষণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি সকলের দৃষ্টি আকর্ষন করেন ৷ তিনি বলেন, তাদের করুনার চোখে না দেখে সমাজের সর্বস্তরের মানুষ যদি তাদের সামর্থ্য অনুযায়ী সঠিকভাবে সযোগিতার হাত বাড়াই একদিন দেশের উন্নয়নে তারাও অগ্রণী ভূমিকা রাখবে ৷ তিনি আগামীতে জেলা পরিষদ হতে সর্বাত্বক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ৷
আপলোড : ২৯ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.২০ মিঃ