রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে এক মহিলার মৃত্যু
রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে এক মহিলার মৃত্যু
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় ২ নং রাইখালী ইউনিয়নের ডংনালায় বন্য হাতির আক্রমনে একজন মহিলা নিহত হয়েছেন।
নিহতের নাম উনু মারমা (৪৫) স্বামী- মংথোয়াই মারমা। নিহতের বাড়ী রাইখালী ডংনালা মারমা পাড়ায়। আজ রবিবার ১৭ মে সকাল ৭ টায় ডংনালা হাতি মারার উপরে পাহাড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নিহত মহিলা রবিবার ৭ টায় ডংনালা হাতি মারা উপরের পাহাড়ে কাঠ কাটতে গেলে বন্য হাতি থাকে আক্রমন করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এ নিয়ে আসলে তিনি সকাল ১০ টা ৫৫ মি. হাসপাতাল এ মৃত্যু বরন করেন।
হাসপাতাল এর পরিচালক ডা. প্রবীর খিয়াং ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নিহত মহিলার আঘাত ছিল গুরুতর।
২ নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঐ এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমনে জানমালের ক্ষতি হয়ে আসছে।
চন্দ্রঘোনা থানার অফিসর ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।