রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে খাদ্য উৎপাদনে সহযোগিতা দিবে সরকার : ডেপুটি স্পীকার
দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে খাদ্য উৎপাদনে সহযোগিতা দিবে সরকার : ডেপুটি স্পীকার
সাইফুল মিলন, গাইবান্ধা :: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা মোকাবেলা নিয়ন্ত্রণে সক্ষমতা দেখিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের মঙ্গলের জন্য রাজনীতি শিখিয়েছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে বর্তমান সরকার এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ডেপুটি স্পীকার বলেন, দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে খাদ্য শষ্য উৎপাদনে সরকার সকল প্রকার সহযোগিতা দিবে। ইতিমধ্যে সরকার কৃষকদের মাঝে আগামী আউশ ও পাট চাষের জন্য প্রনোদনা দেয়া হয়েছে।
আজ রবিবার সাঘাটা উপজেলার আভ্যন্তরীণ বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধনকালে একথা গুলো বলেন ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর মহিউদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার ভট্রার্চায্য সহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ।
চলতি ইরি বোরো মৌসুমে সাঘাটা উপজেলায় ২ হাজার ৫শ ৯০ মেট্রিক টন ধান, ২ হাজার ৪ শ ৯৪ মেট্রিকটন চাল ও ১শ ৭২ মেটিকটন আতপ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডেপুটি স্পীকার
গাইবান্ধা :: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে কর্মজীবি মানুষ কর্মহীন হওয়ায় ১৭টা ইউনিয়নে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি।
গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র ও ভুমিহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়ার আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এবং ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি বিদ্যালয় মাঠে ১০ হাজার দরিদ্র মানুষের সেমাই, চিনি, চাল, ডাল ও আলু বিতরন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।