শিরোনাম:
●   কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন ●   অপহরণ, ধর্ষণ ও নির্যাতনে নয় পাপিয়া মারা গেছে ক্যান্সারে ●   রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি ●   নান্দাইলে এক হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ●   শ্রমিকরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবেনা : সাইফুল হক ●   খাগড়াছড়িতে ভূমিখেকো সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ●   ঈশ্বরগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন ●   বিশিষ্ট ব্যবসায়ী হামিদ শরীফ আর নেই ●   কুষ্টিয়াতে ওয়াজ করবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ●   লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ ●   নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ●   অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি ●   সচিবালয়ে আগুন ●   মহালছড়িতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার ●   প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উৎসব ●   শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত ●   পানছড়ি ৩ বিজিবি’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ধেঁয়ে আসছে উপকূলে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ সিডরের চেয়েও শক্তিশালী
প্রথম পাতা » খুলনা বিভাগ » ধেঁয়ে আসছে উপকূলে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ সিডরের চেয়েও শক্তিশালী
রবিবার ● ১৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধেঁয়ে আসছে উপকূলে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ সিডরের চেয়েও শক্তিশালী

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: প্রবল গতিতে উপকূলের দিকে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঝড়টি। শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে উত্তর-পশ্চিম উপকূলের দিকে। চলছে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত। এই ঘূর্ণিঝড়টি সিডরের চেয়েও নাকি অধিক গতিসম্পন্ন। বর্তমানে মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে ১২শ কিলোমিটার দুরত্বে অবস্থান করছে এবং ঝড়টির গতিপথ অপরিবর্তিত রয়েছে। আগামী মঙ্গলবার অথবা বুধবার নাগাদ উপকূলে আঘাত হানতে পারে আম্ফান।

আজ রবিবার বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় আগাম প্রস্তুতিমূলক এক জরুরী সভায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) উপ-পরিচালক মো. আব্দুল লতিফ এতথ্য জানিয়েছেন।

ঘূর্ণিঝড় মোকাবেলায় শরণখোলা উপজেলা প্রশাসনের পক্ষ হতে গ্রহন করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ১০৭টি আশ্রয়কেন্দ্র সচল, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপির ইউনিট, রেড ক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবক টিম প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগ মুহূর্তে একেকটি আশ্রয়কেন্দ্রে গড়ে ২০০জন করে আশ্রয় নেওয়ার ধারণা করে মোট সাড়ে ২১হাজার মানুষের খাদ্য সরবরাহের জন্য চিড়া, গুড়, পানিসহ মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি করোনার এই দুর্যোগে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।

এছাড়া, এইমুহূর্তে বঙ্গোপসাগর ও বিভিন্ন নদ-নদীতে মাছ ধরারত শরণখোলা উপজেলার সকল ফিশিং ট্রলার ও নৌকাসমূহ দ্রুত উপকূলে ফিরিয়ে আনার জন্য স্থানীয় মৎস্যজীবি সংগঠন, মৎস্য আড়ৎ ও ট্রলার মালিকদের কাছে মৎস্য বিভাগকে বার্তা পৌঁছানো এবং মাঠের রবিশস্য সংরক্ষণেও কৃষি বিভাগকে সতর্ক নজরদারি রাখকে বলা হয়েছে।

উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনও সরদার মোস্তফা শাহিন সভার সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দিক নির্দেশনা দেন। সভায়, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের যুবলীগ নেতা এ্যাড. পলাশ ঈদ উপহার প্রদান

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ রবিবার বিকেলে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। এ্যাড. তাজিনুর রহমান পলাশ নিজ হাতে এসব উপহার প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
মোরেলগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানেপ্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় শ্রমিকরা বাড়ি ফেরতে বিক্ষোভ

বাগেরহাট :: বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় শ্রমিকরাবাড়ি ফেরাসহ বিভিন্ন দাবিতে ২য় বারের মত বিক্ষোভ করেছে। রবিবার দুপুরে নিরাপত্তা কর্মীদের বাধা উপেক্ষা করে নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্র থেকে বের হয়ে পায়ে হেটে রওনা হলে খুলনা-মোংলা মহাসড়কের জিরো পয়েন্ট মোড়ে পৌছালে তাদের গতিরোধ করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় ওই মোড়েই তারা বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায় দুপুর ৩ টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ ও জেলা প্রসাশনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বুঝিয়ে পাশে সরিয়ে দেন। এরপর এক পর্যায়ে ভারতীয় শ্রমিকরা মারমুখি হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। বাগেরহাটের পুলিশ সুপারের নেতৃত্বে এক দল পুলিশ চরম সংযম প্রদর্শন করেন। দফায় দফায় তাদের সাথে আলোচনা চলছে। তাদের দাবি দাওয়া মানা না হলে তারা স্থান ত্যাগ করবে না বলে ছাপ জানিয়ে দেন।

উল্লেখ্য এর আগে গত ৪ মে একই দাবিতে ভারতীয় কয়েকশ শ্রমিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানা অতিক্রম করে রাস্তায় বের হয়ে হেটে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। প্রশাসনের হস্থক্ষেপে তারা বিদ্যুৎ কেন্দ্রে ফিরে যায়।

শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছি। করোনা পরিস্থিতিতে আমরা ঠিকমত পরিবার ও সব্জনদের সাথে যোগাযোগ করতে পারছি না। লক ডাউনের দোহাই দিয়ে আমাদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না। ঠিকমত খাবারও পাচ্ছিনা। এর আগেও বাড়ি যাওয়ার জন্য রাস্তায় এসেছি। প্রশাসনের আশ্বাসে আমরা বিদ্যুৎ কেন্দ্রে ফিরে গেছিলাম। কিন্তু তাদের আশ্বাসে ও আমাদের জন্য কোন ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। আমরা যে কোন মূল্যে বাড়ি যেতে চাই বলে চিৎকার করতে থাকেন শ্রমিকরা।

বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের বুঝিয়ে সড়কের পাশে নেওয়া হয়েছে। তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় শ্রমিকরা বিকাল সাড়ে ৫ টায় ও জিরো পয়েন্টের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যহত রেখেছেন।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, করোনা পরিস্থতিতে সব ধরনের যাতায়াত বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের দেশে পাঠানোর জন্য ভারতীয় হাই কমিশনের সাথে কথা বলেছি। তারাও চেষ্টা করছেন তাদেরকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু করোনার কারনে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় তা সম্ভব হচ্ছে না। এর মধ্যেই শ্রমিকরা পরিস্থিতি বিবেচনায় না নিয়ে বিক্ষোভ করছেন। তারা কারো কথা শুনছেন না।
মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের যুবলীগ নেতা এ্যাড. পলাশ ঈদ উপহার প্রদান

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ রোববার বিকেলে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। এ্যাড. তাজিনুর রহমান পলাশ নিজ হাতে এসব উপহার প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
মোরেলগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানেপ্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতি মোকাবেলায় চেয়ারম্যানের সাথে সংবাদকর্মীদের মতবিনিময়

বাগেরহাট :: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি মো. আবুল হোসেন এর সাথে স্থানীয় সংবাদকর্মিদের করোনা পরিস্থিতি মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত মতবিনিময় সভা রবিবার রবিবার দুপুরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক পি কে অলোক, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন, সাংবাদিক মো. মতিউর রহমান মোড়ল, সাংবাদিক মোঃ মেহেদী হাসান ও সাংবাদিক মো. মোজাহিদুর রহমান ও ইউপি সচিব প্রসুন কুমার দাশ প্রমুখ। সভায় করোনা পরিস্থিতি মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)