![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে দুইমন মরা মুরগীর মাংশ উদ্ধার
চাটমোহরে দুইমন মরা মুরগীর মাংশ উদ্ধার
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আজ ১৮ মে সোমাবার দুপুরে পৌরসদরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২ মন মরা মুরগীর মাংশ জব্দ করেছে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা (ভিএস) ডা. মো. রোকুনুজ্জামান, চাটমোহর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ দুলাল ও চাটমোহর থানা পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে এএসআই বাবুল আকতার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মো. স্বপন আলীকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তার দেয়া স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় ২মন বা ৮০ কেজি মরা মুরগীর মাংশ। পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদেয়ে ৩ মাসের জেল দেওয়া হয়। জব্দকৃত মাংশ মাটিতে পুতে রাখা হয়েছে।